কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

সোমবার, ১ অক্টোবর, ২০১৮

নীলাব্জ চক্রবর্তী




ব্লাশ করছে

অন্যমনস্ক এক ক্ষত
অনুরক্ত হয়ে
বারবার পড়ছে
আর
রাস্তাগুলো ছিঁড়ে ছিঁড়ে
বাড়ির ভেতর ঘুমের ভেতর
ঢুকে যাচ্ছে
সভ্যতার ভেতর
এই অভ্যাস
তাকে চরিত্র করেছে
অথচ
সবার একই মাপের বৃত্ত
বাদামী স্মৃতিতে
একই দাঁতের দাগ
ব্লাশ করছে
যতক্ষণ পর্যন্ত
আপনি আপনার ছায়ার স্বাদ
হাঁটতে হাঁটতে পেরিয়ে না যাচ্ছেন...


নিষ্কৃতির বাইরে

হাওয়ার ভেতর
একটা খুব কোনও রিপুগাছ
ক্রিয়াপদ হয়ে উঠছে
এই ফর্ম
এই স্লোগান
নিষ্কৃতির বাইরে আর যা পড়ে থাকে
মুঠো মুঠো
সে
মানে অন্যমনস্ক একটা বোতাম
বারবার স্নায়ু খুলে
জলের কাছে জন্মদিন রেখে আসছে...


ওভারল্যাপ

দেখতে দেখতে
সম্পর্কের একটা শরীর হয়
জলের কাছে এসে
যারা ভাষা খুলে রাখে
যেভাবে
পরিস্থিতিগুলো পরস্পরকে ওভারল্যাপ করছে
বহিরাগত এক একটা দৃশ্য
এক একটা দৃশ্যের মধ্যে
বারবার অনুপ্রবিষ্ট হচ্ছে
চশমা বদলে বদলে
আমি
ও আমার মতো
কেউ না
হরফবৃষ্টির মধ্যে
ফ্রেম এক ব্যবহার ভাবছি শুধু...


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন