কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

সোমবার, ১ অক্টোবর, ২০১৮

রুমা ঢ্যাং অধিকারী




আকাশের পোস্টার 

জালের শরীর কেটে বয়ে যাওয়া বিলবর্গীরা ভীষণরকম স্থির
                                        ম্যারাথন রাস্তার পাশে
জলের শুয়ে থাকা দেহে আকাশের পোস্টার পড়েছে
ব্যালেরিনা জুতো পায়ে নুনের নিদ্রা ভেঙে এগিয়ে চলেছি
ঢেকে যাচ্ছে পুরনো বাথটাবের খোল 
                                    ও স্মৃতির আর্কাইভ  

মস্তিষ্কের পরাগধেনু ছুটছে 
                 ঘুণধরা একশোদিনের প্রকল্পে

তরল হবার সংকেত আমাকেই পেঁচিয়ে ঊর্ধ্বমুখী

                         

বোহেমিয়ান স্টেশন


(১)

কখনো সখনো উঁচুকে পায়ে জড়িয়ে
                               সন্ধের ধূপ জ্বালি 
একটা সম্পূর্ণ বোহেমিয়ান স্টেশন পুড়ে যায়

লালগ্রহের ভেতর মরা স্রোত টালমাটাল হলে
                    সুউচ্চ বাড়িটার শেষতলায় বাল্ব জ্বলে
পাশাপাশি ওড়ে পঙ্গু বাজপাখি ও
একটি উড়োজাহাজের লালনীল সিগন্যাল

মহাকাশ হাঁ করে
আর তার সঙ্গে লেপ্টে থাকে আঁশটে রাত

(২)

সন্ধের ছাদ একটি সরস স্ক্রিনশট
কোল পাতলে কখনো সখনো তাতে চিৎ হয়ে শুই
নক্ষত্র অনুদান দেওয়া শুরু করলে 
         নিচু হাওয়া বরাবর বয়ে যায় কলুষিত ভ্রূণ এবং
                                      একটি ভিখারীর আত্মগৌরব

শুভ যা কিছু অপদার্থ হচ্ছিল সেদিন কম্পাসযাত্রায়
প্রত্যাশার সেসব তন্তুপোড়া ছাই লেগে 
                          পাতায় আজ দরকষাকষি হয়
                              সাদা ও হলুদের তামাম সংযোগে 
শুধু দাঁড়িকমায় আড়ষ্ট হয় যে মনফকিরার বেলা 
চমচম বিজ্ঞপ্তিতে ফেয়ারওয়েল সম্পর্কে কিছু অভিমান জড়ো হয়েছে 
আর আন্তর্জালিক বিরূপতায় কোনো জেব্রা ক্রসিং নেই


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন