ঈশ্বর কাঠখোট্টা
ঈশ্বর!
স্বর্গ থেকে যে প্রেম ফ্যালো...
খবর
নিয়েছো!
বাগানবাড়িতে
তার কি হলো?
ছ্যাৎ
করেই যেই তুলে নিলে আবার তা!
ঘর
পেলো না,
বাগানেই পড়ে রইলো রোমিছা।
মাঝে
দুটো কবিতা হয়ে রইলো...
আধ্যাত্নিক
প্রেম ও ললিতা।
এবং
তা পুরস্কৃত হইলো, ও
ক্বুজো
সরলার মনে দাগ কাটিলো,
সমাজসংস্কার
নয়,
বংশবৃদ্ধিই যার ভুমিকা।
অতঃপর
বারংবার একই গান -
প্রেম
স্বর্গ থেকে এসে স্বর্গেই গেলো তা।
আমি
নির্বোধ সে গান শুনি ও জিগাই -
কোন
পথে গেলো?
আমার বাড়ি তো এলো না!
আমার
প্লেটে ঈশ্বরই দিলেন না একফোঁটা -
তাই, আমাকে নয় ঈশ্বরকে বলো ‘কাঠখোট্টা’।
আর্টিস্ট ডাই
শুধু
চিত্রাদি’র হৃদয়ে নয়,
সুহৃীদি
মায়ের গায়েও আগুন দিয়ে -
শ্বাপদের
শ্যালিপতিরা বসে আছেন
নিরোর
ভূমিকায়।
আর
ঈশ্বর একা দাঁড়িয়ে আছেন রাজপথে,
শ্যেনদৃষ্টি
রাখছেন ব্লেড উৎপাদন ফ্যাক্টরিতে -
যদি
মডার্ন নিরোরা ছুরির বিকল্প চায়!
আমি
হেল্পার,
ঈশ্বর
বললেই পৌঁছে দেবো -
যে
যে গলা শানিত ব্লেড চায়;
আর
কাছে দাঁড়িয়েই -
ওরা
না পারুক আমি পাঠ করবো -
What an
artist die...
What an
artist die...
সত্য সত্যি নির্বাসিত
চতুরাঙ্গী
ডিএনএ টেস্ট দিয়ে যাকে সন্তানের বাবা বানালো, সে নরেশ্বরটা আসলে কি বাবা ছিলো?
ভালবেসে
মধুচক্রে বসেছিলো একবার,
ব্যাস, ভোগে গেলো; ঝিরিঝিরি বাতাসে মগজে যে টান মারে
সে
চতুরাঙ্গীর বাঁকা দেহ, বেদনা বিদূর বৈশ্বিক প্রেম না।
আর
সেই সন্তানটা! গোয়াল বাড়ির মোড়ে -
টয়লেট
টিস্যুর ছেঁড়া অংশ দিয়ে তৈরি গরুর দুধের সর গিলে
খানিক
বিশ্রাম নেয় -
হাই
রেজুলেশনের নীল ছবিতে। তারপর
আবার বাবা হয় নরেশ্বরের ছেলে।
নতুন
শিশুকে নতুন করে গড়ে সে, একদম অভূতপূর্ব সৃষ্টি; প্র্যাকটিস চলে প্লাস্টিকের সবুজ পৃথিবী গড়ার, ফল ও
ইলেকট্রিক লাইট -
একই
গাছে ধরে,
বাতাসে নড়ে চড়ে পাল্টায়না রং ও প্লাস্টিকের গন্ধ, ফলও ঝরে না, আজীবন অবিকল অবিকৃত। ফিউজ হয় লাইট মাঝে
মাঝে; টেস্টারের এক গুঁতোয় জ্বালিয়েই তা -
সোনার
মেডেল নিয়ে নেয়।
আর
হরিপদের ছোট ছেলেটা! এবছর যে ১০টি মিষ্টিকুমড়ো ও ৩টি নিমগাছ নিজেই লাগালো, তাকে
কেউ চেনো?
বিপর্যস্ত
জীবন তার,
একবেলা
খেয়ে দিন যায় -
তবু
প্রতিদিন কৃষক ছেলেটি উৎপাদনের নেশায় মত্ত।
কিছু
খাবে ও দেবে পৃথিবীকে বাঁচাতে - বাঁচা ও বাঁচানোর পণ তার;
কিন্তু
প্লাস্টিক ইলেকট্রিক মেডেলিস্ট থেকে
সে
অস্বীকৃত,
অথচ
ওটাই সত্য পথ -
ওটাই
সুন্দরের মন্ত্র। কেন আধুনিকে সত্য ও সুন্দরের মেডেল অনির্ধারিত?
সত্য
সত্যিই কি তবে নির্বাসিত?
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন