কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

প্রবাল মুখোপাধ্যায়

সিঁড়ি ভেঙে ভেঙে 


সিঁড়ি ভেঙে ভেঙে সূর্যের দিকে উঠছি
দুঃখ নামছে, দেখা হচ্ছে
অঙ্ক মেলাতে পারছি না কিছুতেই...
আপাতত দৃশ্য বলতে
লাল কালো জামা পরা এক পেন্সিল...


ঘোড়দৌড়


গরম জল সুবাসিত ফেনা
মসৃণ রেজরের যাত্রাপথ সুনিশ্চিত
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বোঝাপড়া
অনির্দিষ্ট কালের জন্য স্থগিত
ঘোড়দৌড়


বেড়ালের সবুজ চোখ


সংযমী দুটো আঙুল
শরীর ছুঁয়েছে যেই
আবহ জুড়ে রবিশঙ্কর
প্রতিশ্রুতি ভাঙ্গার শব্দ
আখর ও পদাবলীর অদ্ভুত কুয়াশা
বেড়ালের সবুজ চোখ...



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন