কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

সোনালি বেগম

ভবঘুরে


একক অখণ্ড প্রত্যাশা শিল্পীর গূঢ়সত্তা
বনগোলাপের ঝোপ পাথরের আড়ালে চলমান
ধৈর্যশীল শরীর শিকার ভবঘুরে  চিত্রকল্প
টাটকা বাতাসে সতর্ক চোখ খোঁজে ঘূর্ণিঝড়
কম্পিত বুক এলোপাথাড়ি হাপর-টানার শব্দ
হতচকিত ভালোবাসা জেগে ওঠে কাঠের সাঁকো পেরিয়ে
মাইলের পর মাইল পাইন দেবদারু গভীর জঙ্গল শিরশির
মরচেহীন তালায় সশব্দ অনুভব
                  সূর্য মধ্য আকাশে


মুখোমুখি


আকর্ষণীয় ঢঙে সঞ্চারিত ভ্রূকুটি-জাল
নিশ্চিহ্ন শালীনতা ভবঘুরে দিনপাত
নিক্ষিপ্ত বল গড়িয়ে যাচ্ছে অসীম দূরত্ব যাপন
একই ছাদ হাস্যকর মানবজন্ম মাপে
কালিমালিপ্ত ফেস-প্যাক সরিয়ে জলের ঝাপটা পড়ে
টলমল জাহাজ সমুদ্রগর্জন আছড়ে পড়ছে ঢেউ
স্বভাব-গায়ক গেয়ে চলে গান রাতের অন্ধকারে
গল্পের শুরু-শেষও নেই আদিগন্ত ছায়া-ছায়া
ডালপালা লতা নির্ভয়-নিভৃতে আবর্তিত ঘূর্ণির মুখোমুখি


রেখা ও স্পেস

তীব্র সজাগ চিত্র রহস্যের আঁকিবুঁকি
নির্মাণ রং ঘনত্ব ওজন গভীরত্ব প্রসাধন
অসীম দখল একান্ত ফর্মে মডেল মূল্য স্পষ্ট
অস্পষ্ট সীমারেখায় অতিরঞ্জিত রোমান্স চিত্র
রঙের ঐশ্বর্য বৈচিত্র্যে আলোর মাখামাখি
হইচই খবর বায়ুমণ্ডল উত্তেজনা ছড়ায়
বিষয়বস্তুর নিজস্ব মহিমায় রেখা ও স্পেস যথাযথ
রসিক বন্ধুর আস্তিন স্পর্শ অনুভূতির প্রতিস্পর্ধা

সিলেবাস


জেগে উঠছে আগ্নেয়গিরি স্বতঃস্ফূর্ত জনরোষ
বক্তৃতা-গর্ভ ঝোপঝাড়ে গিরগিটি রং পালটায়
লাল হলুদ সাদা সন্ধ্যামণি ফুটে থাকে থরে থরে
মাঠজমির ইঁদুর ব্যস্ত রাতের অন্ধকারে
জ্বলজ্বল চোখ পেঁচার ডানার শিশির ঝরে পড়ে
শেষযাত্রায় প্রার্থনার অপেক্ষায় স্তব্ধ কফিন হাসে
সাহিত্যে এক্সপ্রেশনিজম জেমস জয়েস, ফ্রানজ কাফকা
দুটি হাতে ধরা থাকে গ্রন্থরাজি-সম্ভার
উদ্বেগহীন মেলে ধরে শরীর মডেল-মডেল খেলা
এক্সপার্ট নীল শাড়ির আঁচলে স্বাধীনতার সিলেবাস
প্রতিবাদ-প্রতিরোধ মোমবাতি আর প্ল্যাকার্ড জমায়েত





 




 




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন