কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

০৪) অলোকপর্ণা


শিমূ



শিমূল ছবি তোলে। সস্তার মোবাইল ক্যামেরায় ক্ষণে ক্ষণে ছবি তোলে।  
রাস্তার কুণ্ডলীকৃত কুকুর।
মাছের কাঁটা নিয়ে পালাতে থাকা বিড়াল।
দুঃখী ভ্যানচালক।
এলিয়ে পড়ে থাকা গাছের খয়েরি পাতা।
বারান্দার দড়িতে কাপড় মেলতে আসা বৌদি।
অফিসে যাওয়ার পথে ব্যস্ত দাদা।
বাসন মাজতে মাজতে চুল ঠিক করে পোজ দেওয়া কাজের মেয়ে।

শিমূল ছবি তোলে। কম্পিউটারে ফেলে তার রঙ বদলায় সাদা কুকুরকে করে   বাদামী, হলুদ বিড়ালকে কমলা, ভ্যান চালককে ভ্যান সমেত সেপিয়া করে আরো দুঃখী করে তোলে। খয়েরি পাতাকে করে দেয় সবুজ। বৌদিকে গোলাপি, দাদাকে বেগুনি আর কাজের মেয়েটাকে সাদাকালো।

তারপর সমস্ত ছবির নিচের এক কোণে এরিয়েল ফন্টে লিখে দেয় শিমূ। এক মুহূর্তে   কুণ্ডলীকৃত কুকুর, পালাতে থাকা বিড়াল, দুঃখী ভ্যানচালক, এলিয়ে থাকা পাতা, কাপড় মেলা বৌদি, ব্যস্ত দাদা, হাসিমুখ কাজের মেয়ে - সব্বাই শিমূল হয়ে যায়।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন