শাঁওলি দে
রাত-জন্ম
কিছুটা হযবরল সাজিয়ে রাখি
হিসাবের খাতায় খাতায়
জল আঁকি আকাশের গায়ে
উদ্বাস্তু কিছু চিন্তার গলিপথ
চুঁইয়ে পড়ে বিছানার সাদায়।
তারপর আর এক রাতের জন্ম দিতে গিয়েই
মৃত্যুকে আবার খুব কাছের থেকে দেখা।
মৃত্যুকে আবার খুব কাছের থেকে দেখা।
প্রয়োজন পেরিয়ে গেলেই একটার পর
একটা
অন্ধকার জন্মায়
অন্ধকার জন্মায়
রাত জন্মের মতো।
নি:স্ব
এখন অন্ধকারের গা ছুঁয়ে ছুঁয়ে
রাত আঁকি মনের মতো করে।
নিবিড়তা থেকে তুলে আনি
একটুখানি পরশ।
রাত আঁকি মনের মতো করে।
নিবিড়তা থেকে তুলে আনি
একটুখানি পরশ।
হা হাভাতের ঘর চাঁদের বড় আপন
জ্যোৎস্না আসে চারতলার
ড্রয়িংখাতার ওপর
এখন চালচুলোরা কুড়িয়ে নেয় একটু
ভালোবাসা
জমিয়ে রাখে ট্রাঙ্কের ভেতর
আর চারতলা হাতড়ে বেড়ায় ডিকশনারি
অযথা...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন