সূর্য ‘তেতে’
(১)
ক্ষত্রিয় পার
পারান নদী সাঁতারের পর বেদম খোলো
বাদামী করো শরীর
ব্রা ঝিল মিল করাও না বালক ঝড়ে
শীত বসিয়ে রেখে শিশুগুলো হুমড়ি খেয়ে পড়ে
আদরে ভরিয়ে দাও ক্ষত সারানোর তিতির
চোখ
ক্ষত্রিয়!
(২)
নামের পাশে
চন্দ্রবিন্দু লাগিয়ে বুড়োরা মাছ ধরে
আলায় বসে আলতো
খুলে দেয়
ব-দ্বীপ
ব-দ্বীপ খুলতে খুলতে ঘোড়ার ক্ষুর
কাশির কোণ চাঁদা হলে চিঁহি হিঁ হি
চিকা পাহাড়ের গরম জলে
তুমিও ক্ষত্রিয় হও...
(৩)
মৃত্যুর কার্নিশে
যম ওড়ে পত্ পত্ শব্দে
পতাকাও মেখে নেয়
রোদ
গ্লেসিয়ারে আলতো
উঠে পড়ে সবেধন গ্রাস
আলতাগ্রাসিয়ার
অঙ্কের ঝুড়ি ফেলে ছাত্রীরা ওড়ে
লেমাদের দেশে
পাম্প করে নিয়ে
আসে জল
আলতো গরজে...
(৪)
এরকম পাম্পিং লামা
ঝোঁকশূন্য মহিলার তাস টেনে নেয়
ছেলেদের কালো তাস
মেয়েদের লাল তাসে
হালফিলে টলে,
এদের নমুনা দেশ পাখিরাও নয়
ত্রুটিহীন ছাত্রীর কোলে
পোড়াচ্ছ পোড়াও
ঝরানো শিক্ষার
রোববার
সোমবার...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন