অপেক্ষার অবসান হোক
কেউ ফোন করবে না
এস এম এস-ও না
কোনো চিঠি আসবে না
দেখা হয়ে যাবে না
হঠাৎই কোনো দিন রাস্তায়
তিরতিরানি ঢেউয়ের মতো
চাঞ্চল্যর অবসান হোক
কোনো বানানো শব্দ
এ সময় স্থান পাবে না
বানানো অনুভূতিও না
সঞ্চয় করতে হবে তীব্র অভিমান
দীর্ঘ বাস্তব বোধ
(নাতিদীর্ঘ নেশা)
ঘেন্নার কষ গড়াবে চোখ থেকে ঠোঁটে
থুঃ থুঃ
অপেক্ষার খেলায় হেরে গেছি আমি
এবার প্রার্থনা মঞ্জুর হোক।
এস এম এস-ও না
কোনো চিঠি আসবে না
দেখা হয়ে যাবে না
হঠাৎই কোনো দিন রাস্তায়
তিরতিরানি ঢেউয়ের মতো
চাঞ্চল্যর অবসান হোক
কোনো বানানো শব্দ
এ সময় স্থান পাবে না
বানানো অনুভূতিও না
সঞ্চয় করতে হবে তীব্র অভিমান
দীর্ঘ বাস্তব বোধ
(নাতিদীর্ঘ নেশা)
ঘেন্নার কষ গড়াবে চোখ থেকে ঠোঁটে
থুঃ থুঃ
অপেক্ষার খেলায় হেরে গেছি আমি
এবার প্রার্থনা মঞ্জুর হোক।
আপনাকে – এক স্রষ্টার প্রতি
একবার ওয়াক তুলেই, মাথাটা হেলে গেল।
এবার প্রাণপাখি বাসা বাঁধবে অন্য শরীরে
ভিড় জমাটের আগেই
দ্রুত পালিয়ে হাঁপ ছাড়ে
তবে, এই মুক্তি অভিজ্ঞতার সঞ্চয় হয় না।
এবার প্রাণপাখি বাসা বাঁধবে অন্য শরীরে
ভিড় জমাটের আগেই
দ্রুত পালিয়ে হাঁপ ছাড়ে
তবে, এই মুক্তি অভিজ্ঞতার সঞ্চয় হয় না।
একটা প্রাণ নেহাৎই ভালোবাসার আদরে জন্ম নিয়ে-
অনেক জলকাদা পাড় হয়ে, কূল-অভিজ্ঞতা বাড়িয়ে
জীবন হয়ে ওঠে
প্রান্তে এসে ঠেকে।
অনেক জলকাদা পাড় হয়ে, কূল-অভিজ্ঞতা বাড়িয়ে
জীবন হয়ে ওঠে
প্রান্তে এসে ঠেকে।
বিশ্বাস হয় না আপনারও আমাদের মতো অসুখ-জরা আছে।
আপনি আমাদের অপূর্ণ আকাঙ্ক্ষার, ব্যর্থ সৃষ্টির মুখ
সেই মুখ, ব্যর্থ আমরা খুঁজে চলি
আবিষ্কার করে চলি সেই অব্যর্থ স্রষ্টাকে
শতকের পর শতক পেরিয়েও।
সেই মুখ, ব্যর্থ আমরা খুঁজে চলি
আবিষ্কার করে চলি সেই অব্যর্থ স্রষ্টাকে
শতকের পর শতক পেরিয়েও।
মানবী
সূক্ষ্ম অনুভূতিগুলো
উকুনের মতো টিপে টিপে মেরে ফেলেছি
ইচ্ছেগুলো, অনিয়মিত ইচ্ছেগুলো
বাক্সবন্দী করে ফেলেছি
জোরালো দাবিগুলো
ভুলতে বসেছি।
এখন আমি তোমাদের একজন
ঠিক যে রকম মানুষদের তোমরা
একটুও ভুরু না কুঁচকে
গ্রহণ করো।
পরাবাস্তব অতিক্রম করা
এক মহাবাস্তব মানবী।
Apurbo.....
উত্তরমুছুন