কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

০৮ তুষার আহাসান

সঙ্গদোষ
তুষার আহাসান


নিঃসঙ্গতার চেয়ে সঙ্গদোষ ভালো
ঝিনুকের খোঁজে শামুক প্রত্যয়
অনাবিলতার সিঁড়ি বেয়ে আবিল গান
অন্ধকারের জোনাকি সুখ শৌখিন আলোময়।

শব্দদোষে রাত ভেঙে যায় ঘুমের ডানা চৌচির
নিষিদ্ধ আলোকে পথ জাগে, রথ জাগে
চন্দ্রসুখ বধির।

কত পাখি মারা যায় বিলে
কত দ্বার রুদ্ধ হয় খিলে
মানুষ তবুও নেই জাগরণের মিছিলে!


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন