কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

০২ শমীক ষান্নিগ্রাহী

আমার নষ্টছবি
শমীক ষান্নিগ্রাহী


কবিতার হাত ধরে কত বিকেল পেরোলাম। এক এক সময় ভাবি, কত বিকেল হারিয়েছি ছোটবেলায়... তা কি এখন ফিরে আসছে কবিতা হয়ে! হাইওয়ে জুড়ে আমার কাজকর্ম। রাস্তার পাশ ফিরে বিশাল নদী। এক উন্মাদনায় ছুটতেই থাকি... ছুটতে ছুটতে ঘুম ভাঙে। ফিরে দেখি তখনও ব্রীজের ওপরেই... শুধু নিচে দিয়ে বয়ে চলেছে শুকনো নদী বহু বছর ধরে। কবিতায় ফিরে আসছি নিয়ম মেনে, তাই হয় নাকি! আগাপাশতলা নিজের মতো করে লিখে যাওয়া কোনো ডিকশন ছাড়াই! রঙ তুলি ছাড়াই পেন্সিল স্কেচে গোটা একটা কবিতা... ভাবতে ভালো লাগে আঁকাআঁকি ভুলিনি এখনও। গান হয়ে ওঠা শব্দগুলো যেন সুর ছাড়া বেজে যাচ্ছে একটানা নিজের মনে। চর্চার মধ্যেই চর্বিতচর্বন... একই ঘাসের জাবর কেটে যাচ্ছে কয়েক দশক ধরে। কবিতা কেন লিখি? কোনো উত্তর নেই। মনে হয়, যাপনে অনেক কথা বলেও বলতে পারি না, বাকি থেকে যায়। হয়তো এই মূক কথাগুলো শব্দ হয়ে লিখে ফেলে আমায়। অনেক সময় এই বাকি কথাগুলো হারিয়ে যায় জীবনযাপনের অজস্র কথার মধ্যে... আর কবিতাও ফুরিয়ে যায় ধীরে ধীরে। এই চিন্তাভাবনা কতটা সঠিক, যেমন কোন্‌টা কবিতা আর কোন্‌টা কবিতা হয়ে ওঠেনি? বিতর্ক থাক্‌, শুধু ভালোলাগার মধ্যে ডুবে যাই চলো...

কাঁদছি
কেননা ভালোবেসেছি
কেননা হারিয়ে ফেলেছি (সজল বন্দ্যোপাধ্যায়)

1 কমেন্টস্: