কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১২৯

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১২৯

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

২৩ ইন্দ্রাণী সরকার

শরতে তুমি
ইন্দ্রাণী সরকার



শরতের আকাশে মেঘগুলো যেন ধ্যানমগ্ন বক
শান্ত, সমাহিত, অপরূপ ঐশ্বর্যে মহিমান্বিত|
আমি মেঘেদের কাছে খোঁজ নিয়ে জেনেছি
যে, তুমি এখনো উপন্যাসের পাতায় পাতায়
লিখে যাও আমার নাম। তোমার অন্তরাত্মায়
এক অসীম নিরাপদ বিশুদ্ধতায় অতি নিজস্ব
করে মনে প্রাণে জপে যাও সে নাম গোপনে|
তোমার ঘরে এনে দিই তাই উদ্ভাসিত আলো,
বৃষ্টি সুবাসে ভরে দিই তোমার মনের বিতান,
মাধবীকুঞ্জে এনে দিই উষ্ণ চাঁদের জোছনা।
তোমাকে ধারণ করি প্রিয়তম, এ মনের বন্ধ্যা
জমিতে, পরম আদরে ও সুগভীর যতনে।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন