চলে যায়
মনে মনে জ্যোৎস্নার মধ্যে ছুটিয়ে দিই সাদা ঘোড়া
তার গা বেয়ে ঘামের বদলে গড়িয়ে নামছে খুশির ফুল
রেকাবে পা দিতে সঙ্গীতের মতো কিছু বেজে ওঠে,
আর ঐ ঘোড়া দ্রুত ছুটে যায়...
অবহেলায় পেছনে ফেলে রাখে জীর্ণ বাড়ি, বোবা গাছ;
শুধু এক সাদা প্যাঁচা পাল্লা দিয়ে ওড়ে
অগাধ জ্যোৎস্না কাঁপিয়ে ঘোড়া চলে যায়, যায়...
মনে মনে জ্যোৎস্নার মধ্যে ছুটিয়ে দিই সাদা ঘোড়া
তার গা বেয়ে ঘামের বদলে গড়িয়ে নামছে খুশির ফুল
রেকাবে পা দিতে সঙ্গীতের মতো কিছু বেজে ওঠে,
আর ঐ ঘোড়া দ্রুত ছুটে যায়...
অবহেলায় পেছনে ফেলে রাখে জীর্ণ বাড়ি, বোবা গাছ;
শুধু এক সাদা প্যাঁচা পাল্লা দিয়ে ওড়ে
অগাধ জ্যোৎস্না কাঁপিয়ে ঘোড়া চলে যায়, যায়...
Kobitaa ti sundor !!........ (Osposto for me) paa dite i songeet er moto kichhu beje othey/aar oi ghorha druto chhutey jaaey/ obohelaaey pechhoney fheley raakhey jeerno baarhi, bel gaach------. Khub i bhaalo laaglo. Aapnaar kaachhey aaro lekhaa chai Mr. Pronob. Chitra Banerjee.
উত্তরমুছুন