কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১২৯

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দ্বিতীয় সংখ্যা / ১২৯

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

আলোক দেবদাস

তেমন সুদিন এলে


চেষ্টার অসাধ্য কিছু নেই,
আমি স্নায়ুতে স্নায়ুতে
তা জানি।
সে আমার বোকামোর ওপর হাসে,
সব শব্দের তো প্রতিশব্দ হয় না!
প্রার্থনা আমার –-
শুধু আমার অসাধ্যের দাম
যদি পাই!

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন