কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

পিয়ালী বসু

যৌনতট

আগামী জন্মে ঋতু হবো
উৎসারিত প্রেমের ধারায় মুখ রেখে
জীবনের যৌনতটে ভেসে বেড়াবো
ফিনিক্সের মতো

আগামী জন্মে ঋতু হবো
প্রেম প্রজ্ঞা প্রত্যাখ্যানের মাঝে
আঙুলের মাথায় মোলায়েম বিদ্রুপে
জায়গা দেব শৃঙ্গারকে

আগামী জন্মে ঋতু হবো
নাম ধর্ম লিঙ্গ পরিচয় নয়
মনুসংহিতা হাতে নিয়ে বিষাদ বসন্তে
বোল্ড রিলেশনের সোচ্চার বিজ্ঞাপনে
বৃহন্নলা হবো


প্রাক্তন প্রেমিক - তোমাকে 

বাইরের বাতাসে ঝিম ধরা মাদকতা 
চিরকালীন আদুরে সন্ধে এখন ত্রিফলা ঘেঁসে জায়গা করে নেয় 
অগণিত শরীরী চুমু 
আক্ষেপের অলিন্দ জুড়ে স্থায়ী ভাবে বসবাস করে 

বর্ধিষ্ণু শহর জুড়ে গৃহস্থ প্রেম 
হিরণ্ময় সন্ধেতে বিস্তারিত মেঘ জমে যখন তখন 
প্রেমের প্রলাপে এখন চিরকালীন জ্বর 
এভাবেই প্রতিটি নিভৃত সম্বিতে এক একটি আমি' মৃত্যু হয় 



ব্যধিঘোর 

প্রথাগত উত্থান পতন শেষ
নিয়তির মায়াজ্বরে গূঢ় দীর্ঘশ্বাস
হেমন্তের আঙুল ছুঁয়ে যাওয়া ভালোবাসায় 
এখন অতর্কিত আক্ষেপের চিরকালীন জ্বর

চলে যাওয়া অবয়বের
নিজস্ব সম্ভাবনা পরিণতি নিয়ে ভাবাটা অযৌক্তিক
তবুও প্রতিটি নির্জনে আর কোলাহলে আলো ভেবে 
বাস করি ব্যধিঘোর ছায়ার সঙ্গে














0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন