কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

সোনালি বেগম

আত্মপ্রকাশ

সৃষ্টি-স্থিতি-লয়
হাজার চাবুক খেলছে
শান্তিভঙ্গ আশঙ্কা বিড়ম্বনা
মুক্তাঙ্গন
উদার আকাশ আপ্যায়ন
             আনন্দ-বিষাদ
হারায় না ধারা
ঐতিহ্যর শিকড় রূপকথা
মুখোশে ঢাকা সহযোগীর প্রকৃত স্বরূপ
মহাপ্রলয় শেষে নির্মল আত্মপ্রকাশ
স্মৃতির টুকরো দ্বীপে
             সংগ্রাম সাফল্য
দিনের পর দিন লিপিবদ্ধ ম্যাজিক শো
প্রাণবন্ত পালা-পার্বণ-উৎসব


আলো জ্বলছে

চারধারে প্রাচীর রংবেরঙের পাথর
প্রতিটি দিনের শুশ্রূষার চিত্র
কোথাও ম্যানহোল গাঢ় অন্ধকারে
অলিগলি সুজন সন্ধান
টেবিল-ম্যাট সবুজ শাক-সবজি স্যালাড
টেলিফোন খবর জন্ম মৃত্যু
জেগে ওঠা ফেনা
দাউ দাউ গ্যাসস্টোভ খবরের কাগজ
প্রতিধ্বনিত হাসিমজা আস্তিন
মাছধরা দুপুর
        পুকুরধারে এখনও আলো জ্বলছে 


 সফরনামা

থেমে থেমে পথচলা আলোর ঝলক
           দীর্ঘ গল্পের ছায়া
মিশে যাচ্ছে কৌতুকমজা গান
ভঙ্গুর দর্পণে দেখা চাঁদ কতবার
রেশমি সুতো পাথর ফুলের সমারোহ
নদী-কিনারে হেলে পড়া অশ্বত্থগাছ
নৌকায় এপার-ওপার ধানখেত জংলিলতা
      গিরগিটি প্রজাপতি পিঁপড়ের ডিম
স্বপ্নের রাত রচিত সফরনামা সাদা সাদা ফেনা
      কাঁকড়া কচ্ছপ ঝিনুকের খেলা
ক্ষিপ্রগতি ডিঙি নৌকার দাঁড়
               সূর্যনমস্কার মধ্যদুপুরের স্নানে
মুন্ডিত মস্তক ঘোরলাগা প্রাণ
খড়ের কাঠামো হাতে ছেলেমেয়েরা
                      জলের উৎসব আজ







0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন