কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

পৃথা রায়চৌধুরী

বপন

গত বছর ঠিক জুলাইয়ের মাঝামাঝি পোঁতা এলেবেলে গাছ
নাম ছিল বুঝি, এসেছ যখন থাকো।
এত হাতছানি, এত ডাকাডাকি, শুনেও না শোনার ভান
জালের শাখাপ্রশাখা, শেকড় হোক অশক্ত।

এখন সারিবদ্ধ উন্মাদেরা মেঘ দেখে তলিয়ে যায় আকাশে
কিছুই না বোঝা পাবলিক প্রেম ফেলে দেয়
তুলি শানিয়ে রঙের সওদাগর চক্ষুবিশারদ পলকে ছুটে যায়
সাগর ছেড়ে অক্লেশে মৃত্যুমুখী মরীচিকায়।

তবু সেই চরম জড়িয়ে থাকা চেটেপুটে জমানোই পরম হয়ে থাকে
একজোড়া জীবন্ত আয়নায় শুধুই প্রতিফলিত হৃদয়গন্ধী স্বেদ,
সমগ্র মহাকাশ জুড়ে একা অপরাজিতা বিতর্কের মঞ্চে;
রাধাকৃষ্ণ জপের পরেও রাই, কপালে তোমার মাধব নামের লাল নেই...

ঋতু বদলে চারা পরিপূর্ণা যুবতী, অথবা... পূর্ণ যুবক।

পালা

গুনে গুনে চন্দনকাঠই সাজানো হয়েছে,
মণিকর্ণিকায় ভুরভুরে ধূপ, ভুত ভুত ফুল
কিছু দিশি বোতল।

গুঞ্জন, ডোমেদের লাল চোখে
শ্মশানবন্ধুর দায়সারায়...
সতীর চিতায় উড়ছে একলক্ষ প্রজাপতি;

স্নানের জলে পাপ জড়ানো,
শুধু ছুরি দৃষ্টি, নিরাবরণ অনিবার্যের;
মুখাগ্নির আগে পিছে বেশ কিছু পদস্খলন।

অনাচারী আহার বিহার দৃঢ় মশাল হাতে
রেডি ওয়ান টু থ্রি...



গাছগাছালি গুজব পালিশ করেছে
প্রতিটি সদ্য পদচারণ শেখা বন্যা ঠোঁটে
যত বিচার এক এক কোপ মান্ধতায়
নাম শোনা যায়, টুটা আসমান...
বেতের ঝাঁকায়, চেক লুঙ্গি শান্তারাম
নারী নারী ভাঙ্গাচোরা কেনে সস্তা দরে
সতীত্বের গেরস্থালি উপড়ে
সার সার ছায়া বলেছে, বরবাদ নাম।

লাজুক কিছু কাটাছেঁড়া মুখ চুন, মরামাছ
স্বপ্নময় কালো পতাকা আন্দোলনের মাঝে
নন্দনকাননে দেওয়াল খোঁজে শিরদাঁড়া ঠেকানোর
ওগো সর্বময়...
কীটনাশক ছড়াতে ভুলেছিলে নিষিদ্ধফল গাছে?



1 কমেন্টস্: