কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

অমিত দে

শোকপাতা


দৃশ্যত আগুন গাছে জুড়ে চরাচর
ফুলকি পকেটে দোস্তি দোস্তি খেলা

গাছতলায় ছড়িয়ে দানা
পতাকা নিয়ে উড়ে গেল পাখি
পরিযায়ী আমার জানালা
দুঃখজনক সব শব্দ সাজানো
তারপাশেই লতিয়ে মুখ বাড়ায়
              টবের চারা
গাছ গাছ লেগে
পুড়ে যাওয়ার আগে
কুড়িয়ে নিই শোকপাতা

মাঝে মাঝে জানালা দিয়ে দেখি
নিদ্রাহীন মানুষেরা
ভাতের থালা বুকে চেপে বলে
দে এবার বুকটা ফুটো করে



মণ্ডলগাঁও

পাহাড়ের গল্প এখান থেকেই
দু’কিমি নিচে নেমে রোজ
পরের পাতায় পৌঁছায় সঙ্গীতা ছেত্রি
পরপর পাতা উল্টে কাঠের খুপরি
ভুট্টা ক্ষেত ঝোরা তারপর স্কুল
বেঞ্চে দুলছে যে পা তাতে
লেগে আছে প্রজাপতি রঙ
আর ঝিঁ ঝিঁ পোকার ছন্দ
পাহাড়ি পথের অহঙ্কারে
ফেরার পথে গান ধরে সঙ্গীতা
সাদা মেঘের প্রশ্নচিহ্নে বৃষ্টি লেখে
            নীরব অরণ্যভাষা
যে ভাষা বোঝে স্ট্রবেরির লাল
ঝোরার অনুবাদ খাদে খাদে
পাথরের হাসি শোনে খোলা জানালা
সঙ্গীতা হাত বাড়িয়ে দেয়
মূর্তি নদীর বুকে
        শুতে যাওয়ার আগে


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন