কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ২২ মে, ২০১৫

ইন্দ্রনীল চক্রবর্তী


প্রতিবাদ ও কবিতা

দাঁড়িয়ে প্রতিবাদ ও কবিতা।
খড়খড়ে গ্রীষ্মের তাপের মতো,
              ধ্বসে যাবে ভেবেছিলাম।
ধ্বসে গেছিল,
প্রতিবাদ উত্তরীয় হয়ে কবিতা হয়ে যাওয়ায়,
আর কবিতা
রাস্তার ধারে হাঁ করা।


গায়ে রক্তের গন্ধ

ভালোবাসার পরবর্তী - গায়ে রক্তের গন্ধ;
লড়াই নয়, বুভুক্ষু নয়
তবু স্যাঁতস্যাঁতে প্রজাপতির - এম্বলেম, আকাশ
মাহুতের মূলত কান্না, হাসি
স্বপ্নের যেটুকু ছবি - বাস্তব প্রত্যাবর্তন
সেখানে রক্তের ছবি এঁকেছে - আটচালা বাঁধা আঙুল


টান
আমাকে নিয়ে কখন কবিতা লিখেছ?

এত ঘুড়ি, এত মেঘ পার করে
ফ্যাতারুর আর্তনাদ নিয়ে
কখন নিচে তাকিয়েছ!  
  

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন