কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

শুক্রবার, ২২ মে, ২০১৫

সঙ্ঘমিত্রা হালদার

যে বাড়িটায় থাকি


সিন্ধু উত্তাল হওয়া বাকি

তার আগে বিষাদ নেমেছে বাড়িময়
শরীরে গিয়ে শরীর বুঝেছে
একা থাকা অতটাও একা নয়
উঠে গেলে যতখানি লাগে

দেখি পাখির দূরত্ব রেখে পাখি ওড়ে

উড়তে জানলে দেখানো যেত
যে ওড়ে তার আংশিক কিছুটা এ ও তর্জমা করে নেয়




মাত্রই কয়েক পা হেঁটে
এই মিথ্যে চাতালখানি
আমাকে সন্দেহের সেই স্টিকারগুলো তোলো
নিত্যই ফুটেছে বলে বিশ্বাস বাগানভরা
এমন কথার কোনোই ইশারা নেই আর

মিথ্যেগুলো তোলো, খরচ জরুরি




চেয়েছিলাম নিজের জন্য ঈর্ষা হোক
যতখানি জাঁহাপনা তুমি লেগে আছ
আপাত বিরোধের মাঝে এ এক সম্ভাবনা
গানের খুশি-খেয়াল
যতটা জমাতে পারো ততটাই আমি

ভাবি শুধু ওড়ার গরজে থেমে উড়েছে যে খালি
সেই কি মূল নয় সকল অনর্থের

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন