কবিতার কালিমাটি ১১৭ |
পাশে আছি
প্রকৃতি ভুলতে
দেয় না কাউকে। মাঝে মাঝেই মনে করিয়ে দেয়... শোনো আমি আছি।
ভূস্তরের নীচে
পাতের ঠোকাঠুকিতে উপরের পৃথিবী তছনছ হয়ে যায়। কত কষ্ট করে মানুষ ঘর বানায়!
এক নিমেষে ধ্বংসস্তুপে
পরিণত হয়ে যায় সব। কত মানুষের বলি হয় প্রকৃতির এই নিধনযজ্ঞে।
কেউ কথা রাখে
না। না, অন্তত: কেউ যে রাখে তা প্রমাণ করে প্রকৃতি। মানুষ যদি রাখতো কথা!
পাশে ছিলাম,
আছি... থাকবো
আমি নিশ্চয়ই
কথা রাখবো…
বিরহ
বিষণ্ণ এক ছায়া
আষ্টেপৃষ্ঠে
বেঁধে রাখে
অহরহ জীবনকে।
এক আঁজলা আর্সেনিক,
তেষ্টা
মেটাবে এঁদো
পুকুরের স্মৃতির।
আলপথ পড়ে থাকে
একান্ত নির্জীব
বহুদিন লাঙল
পড়েনি অহল্যা জমিতে।
অস্তিত্বের প্রমাণ
ঈশ্বর তোমার
অস্তিত্বকে বিশ্বাস করি না। কিন্তু তোমাকে ভয় পাই!
তাই লিখে যাই
শুধুই
বিষাদ!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন