কবিতার কালিমাটি ১০৪ |
জল
তুমি এখন কীভাবে
ছোঁবে আমায়?
দেখো ধীরে ধীরে
আমি
নেমে যাচ্ছি
অতল জলে।
জল, এই নাম
তো তোমারই দেওয়া!
জলের মধ্যেই
থাকবো এখন একা!
নারী
আমি হলাম খুশীর
সাঁঝবাতি!
আলো জ্বেলে
জ্বেলে নিঃশেষ
হওয়াই হোক আমার
বিধিলিপি...
তাই
চোখের তারাতে
নয়। আকাশের
তারাতে আমার
নাম লিখো প্রিয়।
অর্ধেক নয়।
সম্পূর্ণ আকাশে
আমায় ছড়িয়ে
দিও।
পথ
রূপ, সে তো
পোড়ামাটির পুতুল
চলে যাবো জেনেই
হয়তো জড়িয়ে
ধরেছি এই পথ।
বিবশতা হাত ঘুরিয়ে
ডাকছে আমায়!
বুকের মধ্যে এক বড়
আলেয়ার ঝিল!
আমি থমকে দাঁড়াই।
অনিশ্চয়তার
দ্বন্দ্বে দ্বিধায় তার দিকে
চাই! তারপর
নির্বাক হয়ে পিছন
পিছন যাই।
কবি জয়া ঘটক..আমার অন্যতম প্রিয় একজন কবি
উত্তরমুছুন