কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১০৪


জীবনের গান

মৃত্যুর কথা বলো না আর। প্রতিদিনই তো মুখোমুখি হচ্ছি! মৃত্যু ডাকে। বিস্রস্ত ঘর দেখিয়ে বলি, এখনও সময় হয়নি। অনেক কাজ বাকি। মৃত্যু হতাশ হয়ে ফিরে যায়। মনের জোরের কাছে হেরে যায়।

 

জলচিহ্ণ

বিষাদের ঘেরাটোপে বসে অপেক্ষা বৃষ্টির। বহুবছর জমি শুষ্ক। নদীও মৃত্যুর মুখে ক্ষত লুকিয়ে রাখতেই আনন্দ বিছিয়ে দিয়েছে। তাপদগ্ধ মন থমকে আছে আকাশের দিকে তাকিয়ে অল্প জলের অপেক্ষায়।

বীজ বপন করার জন্য তৈরি নতজানু টিলা। জন্ম আর মৃত্যুর মাঝখানে থমকে আছে সময়!

শ্রাবণের নিবিড় ঘুমের আগে বৃষ্টি আসুক সমর্পণ  নিয়ে...

 

প্রেম

যেদিন মরে যাবো সেই  মুহূর্তেই শেষ হয়ে যাবে সব ভালোবাসা। আর থাকবে  না কাছে ডাকার নানান ছলনা। প্রেমের ক্ষেত্রে নয়া দিগন্ত বিস্তৃত নীল সমুদ্রের ফেনিল ঢেউ খেলবে আবার তোমার বুকে। ফেলে আসা দিনের কিছু আর মনে থাকবে না তখন। বিসর্জন হবে বিশ্বাস আর সন্মানের।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন