কবিতার কালিমাটি |
হাতকড়া
যদি চাও প্রকাশ্যে মারো তির
সত্য, অর্ধসত্য, মিথ্যের গম্ভীর
বাক্য দিয়ে মেরেছ যতবার
বুক ভেঙে দিয়ে গেছে মাসুম চিৎকার
কেউ শোনেনি, শোনে না আর্তস্বর
চিরদিনই বধিরঘুমে থেকেছে ঈশ্বর
অহংকার
কুরুক্ষেত্র নিয়েছে আমার সব
যুদ্ধে হেরেছে হৃদয়ের গৌরব
সভ্যতা নামে অশালীন বর্বর
মিথ্যে করেছে আমার স্বয়ম্বর
এই তো এখানে পাপপুণ্যের কথা
অমৃতময় শুনতে লাগে বেশ
অন্ধকারের অবৈধ সংলাপে
বিচিত্র পট বিচিত্র প্রতিবেশ
ফিরে যাও তুমি সুপান্থ নিজ পথে
স্নায়ুযুদ্ধ থেমে যাক এইবার
মৃত তারাদের শপথ নিয়েছি আমি
একাই বাঁচবে আমার অহংকার
সম্পর্ক
রাত্রিগুলো অন্যরকম
দিনে যারা বন্ধু থাকে
রাত গড়ালেই দিচ্ছে জখম
দেখতে শুনতে সবাই ভালো
পোষাকআশাক ঝাঁ চকচকে
কিন্তু তবু ফুটছে কালো
হয়ত সবার সঙ্গে সবার
সন্দেহ এই যখনতখন
মারছে ছুরি ঘৃণ্য ছায়ার
দুলিয়ে সাঁকো পাগল পাগল
কোথায় যেন সব হারাচ্ছে
ছায়ার এমন জবরদখল
বাহ!
উত্তরমুছুনপিয়াল অসাধারণ সব কবিতা লেখে । খুব কম সময়ে ধরে তাঁর লেখা নজরে আসছে অনেকের মতো আমারও। But Mature
উত্তরমুছুনপিয়াল অসাধারণ সব কবিতা লেখে । খুব কম সময়ে ধরে তাঁর লেখা নজরে আসছে অনেকের মতো আমারও। But Mature
উত্তরমুছুন