কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

রঞ্জন মৈত্র




শীতের পাখি

শীতের পাখি
এলে কুয়াশা থেকে
এই তুমি আলো
অন্ধকারে আমাদের স্বপ্ন ও ফেল করা ট্রেন
অন্ধকারে খুন আর যৌন বেহালা
এলে ক্যালেণ্ডার শেষ পাতা থেকে
যেন একটা গান ছিল
আর একটা জন্মাচ্ছে কোথাও
বিদ্যুৎ তার থেকে ভোরবেলা ডাকছে সঙ্গীকে
জেগে ওঠা ছুঁয়ে দেখি
জানালার পাল্লাগুলিকে
কত হিম জমে থাকে লেপের তলায়
আরো নিচে বরফের ইনল্যাণ্ড পোস্টকার্ড
একটু কি সূর্য পড়ল অশ্রুফোঁটায়
একটু কি মোড় ঘোরা নতুন তারিখে
তুমি ডাকছো
গানময় পাখা মেলছে আমাদের শীতার্ত পালক


আবার যদি


()


ইচ্ছে কার
যেন কার আসার আশায়
আবার দু'বার এসে পড়ে
ঢেউখেলানো শব্দটি ফটোশপ থেকে
আয়না কার
তুমি কি তোমার মুখ আগেভাগে এঁকে রেখেছিলে


()


সহজাত ভেলা
জলের নির্মাণ হবে বালিচকে
উটমুট পায়ের ভীড়ে
জায়গা খোঁজে পেনসিল রাবার তেলরং
কি হবে খেলার নাম
শুদ্ধ মিশ্র আটমাত্রার আঁধিতাল
আবার পৃথিবী সে তো অন্য আয়না অন্য সারনেম
তুমি কি তোমার মুখ আগেভাগে এঁকে রেখেছিলে




যখন সহজ হচ্ছ
ঝুমঝুমি সকাল ও কলমের স্নিকার রাগিনী
দূরের পাওয়ার নামিয়ে রেখেছো দূরে
ধ্বনি থেকে বাঘ ও নদীটি এলো
তিতোতরু শব্দটি জন্মাতে জন্মাতে
কচিপাতা চলে গেল নিমগাছ ছেড়ে
পায়ের তলায় যত হয়তোরা
পা ফেললে জানো নাই জানো নাই

গাছ পেরিয়ে যায় লোকাল বাস
লোডশেডিং পার হয়
সবখানে ছড়ানো মাদল
শূন্যথালায় নামে দুধসাদা দ্রিদিম
অন্ধকার মা হচ্ছে
শিশু চশমার পায়ে ছোট ছোট কথাকলি
তিমির প্রতিমির
বাসের জানলাগুলি কি সহজ খাতা ও অক্ষর




                                                                                                              


1 কমেন্টস্: