প্রশ্ন চিহ্নের খোঁজে
একটা প্রশ্ন চিহ্নের নাম কেন, আর একটা কে...
অথচ উত্তর সাজানোই থাকে শূন্য রঙের দর্পণে,
আমরা খোঁজ করি তাকে চিরুনি তল্লাশির অভিযানে, মিথ্যে সন্দেহ নিয়ে বিজ্ঞাপন টানাই
নিজস্ব মন-দেওয়ালের গায়ে ।
অথচ, শূন্যতা ছুঁতে পারলেই
যে উত্তর এসে বৃষ্টির ফোঁটা ঝরিয়ে যাবে সম্পর্কের
ফুলদানিতে, সে কি বড়ই অবুঝ
প্রশ্ন ?
কেন আর কে জিতে যায় এভাবেই।
অদৃশ্য হাতে হাত মিলিয়ে। আর সম্পর্ক নামে হলুদ
পাখিটা চাপা পড়ে মরে গভীর প্রশ্ন
চিহ্নের ভারে।
বাস্তব
বাস্তব এটাই যে, মন ভুলে গেছে আমাদের, কার নাম ভালোবাসা।
বাস্তব এটাই, হত্যাকে চিনতে
চিনতে অবহেলার নাম রেখেছি ভালোবাসার গায়ে।
অথচ ভয় পাই আমরা। হয়ত বাস্তব এটাই।
রক্ত রঙ এসে যখন ভিড় করে যায় আমাদের
শীতকালীন মিঠে রোদে...
চোখ বুজিয়ে রাখি, মিথ্যে ভালোবাসার
তাপে।
বাস্তব এটাই হাতে ফুল রেখেও, ফুলেই রেখেছি
আমাদের বিষাক্ত যাপন।
|
শিরোনামহীন
|
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন