জন্মান্তর
...এইসব ঝড় বৃষ্টি শেষ হয়ে গেলে
রক্তক্ষরণ
চলতে থাকে অনবরত।
শবদেহ
কেঁদে উঠে চিতার স্পর্শে
দাউদাউ
করে জ্বলে যখন কামনা
শবদেহ
তখন কেঁপে ওঠে বারবার
আবার
নতুন জন্মের ভয়ে...
বিরহ
জীবন
যেন এক কর্কট ক্রান্তিরেখা! যদি পার
হতে
পারি তবেই হবে
আমাদের
দেখা!
ব্যথা
প্রেম
জানে হৃদয়ের কোথায় সে ক্ষতস্থান রেখে গেছে।
মূল্য
গোপন
দাবায় চালিয়েছ শুধু ঘুঁটি
দেখো
কোথাও এখন নেই আমি!
যদি
খুঁজো তাহলে হয়তো পাবে
শুধু
হাতের ছাপ।যার কোন দাম নেই!
আছে
কি?
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন