লংড্রাইভ
দু'পাশের গল্প সরিয়ে মাঝে সরু রাস্তা
স্টিরারিং
হাতের বশ্যতায়
সরলরেখার
নীচে থরে থরে সাজানো গরমিল
পেরিয়ে
যাচ্ছে মিথ্যা তিমিরবর্ণ কিছু অনুভূতি
চশমায়
জ্যোৎস্নার তিল
জমাটবদ্ধ
এই জার্নির চারপাশে ফ্রেমলগ্ন
গাছপালা
আর নিজস্ব মুদ্রাদোষ
এভাবেই
গতির পাশে
হাওয়ার
অম্লান দ্বীপ
সামনের
সমস্ত রাস্তা চলে গেছে অনিশ্চয় দেশে
দূরত্ব
কুড়িয়ে পথ সেলাই করছে গতিশীল চাকা।
জলপ্রপাত
কখন
সন্ধ্যে নামবে
জানবার
আগে সুর্য ডুবে গেছে
জল
নেমে আসছে তার ধর্মের নামাবলী গায়ে
পাথর
ফাটিয়ে
মাটির
স্তর ভেঙে পলি সরিয়ে
গলি
থেকে রাজপথে
যেতে
যেতে তার সাথে আমার দেখা
জলপ্রপাতের
নীচে শুয়ে আছে চন্দ্রিমার ছায়া
জল
গড়িয়ে যাচ্ছে ভাসমান স্মৃতিপথে।
চার লাইনের আত্মকথা
ক্রমাগত
মিথ্যা অভ্যাস করতে করতে
ক্রমাগত
রঙ চাপাতে চাপাতে
যে
ছবি এঁকেছি নির্জনে
তা
এক খুনির, আত্মঘাতকের।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন