দাবা
এত ব্যাস ট্রেলার ছিল, পিকচার-এর ক্ল্যাইম্যাক্স তাহলে এটাই। আমি একটি অলীক লাল বল দেখি স্বপ্নে জাগরণে। তুমি ক্লোরোফিলের চা চক্রে আমাকে আমন্ত্রণ জানাও। তুফান ওঠা আটকানো যায় না। একদিকে হিমকুন্ডে টলমল করে তীর্থগামী ডোলি, আরেকদিকে সেভেন পয়েন্ট নাইন রিখটারে কেঁপে যায় কয়েক মাইল চারটে পায়ের ছাপ। লহমায় শতেক পোর্সিলিনের ঝনঝন নাড়িয়ে দেয় কেয়ারি করা আইভির নরমসরম টোল। ডাবলবেড কটেজের গমনপথের মোরামে খচমচ করে বিরক্তি। বিসর্জনের গোধুলি আলো নেমে আসে পাহাড়ি নদীতীরে। ঝিঁঝিঁ কেবল শব্দ হয়ে প্রাণ হয়ে তিরতির করে হেমন্তের কুয়াশায়। আদর করে পিঁড়ি না পাতলেও শীত এসে যায় আগাম। কোনো আগুন ছাড়াই জাপটে ধরে নিশি। ওর মমি হয়ে যাওয়া ঠোঁট গ্রাস করে নিতে চায় অবশিষ্ট আরাম। পেছাতে পেছাতে আর দেয়াল থাকে না রাত থাকে না মাঠ থাকে না নদী থাকে না আশ্রয় থাকে না বিশ্রাম থাকে না, কেবলি রৌরব থেকে খাদক আগুনের প্রলোভন মাংস মজ্জা খসা আঙ্গুলে ডাকতে থাকে পতনের দিকে অর্ধমৃত জন্মের দিকে ক্যাম্পোজের দিকে উদ্ভ্রান্তির দিকে। বুকপকেটে সরবিট্রেটের বদলে খুঁজে পাই হজমোলা সিগারেট এটিএমের রসিদ। কেউ ধরতে পারছে না কারুর লুকোনো তাস। চোখে চোখ রেখে করমর্দনের ছুঁতোয় মেপে নিচ্ছে আইহোলের ফ্যাদম আর শিউড়ে শিউড়ে উঠছে ঘৃণার বহরে। ইগোর স্ফূটনাঙ্ক স্তিমিত হলে সর ভাসছে মনখারাপের। প্রতিবাদ প্রতিরোধ ভেজা বেড়াল হয়ে পথ ছেড়ে দিচ্ছে। আসলে নতুন অঙ্কে শুরু করতে যাচ্ছে দাবা।
ভালো থেকো
পড়ছে না মনে? একলা দোকলা যখন যেখানে গমগম সুখে
অথবা নুনের কণ্টিকারির খচখচে কাঁটা বাজছে না বুকে
একটু সত্যি? ইশ, আমি বুঝি এমনি এমনি খোয়াব বুনেছি
সাতরঙ পাটি? খুনখারাবির লাল লাল ফুলে মিথ্যে প্রেমের
ব্যকে সাজিয়েছি? সত্যি মিথ্যে যাই বল তুমি ভেবে ভালোলাগে
খুব ভাবছিলে বৃষ্টি জলের আদরে, আহারে! খুব আহ্লাদে
ঘাম জবজবে বুকের কিনারে সাঁতার কেটেছি মন ভালো নেই
পারছ কীভাবে? সত্যি সত্যি দূরে রয়ে যেতে নতুন খেয়ালে
কীভাবে পারলে? না ডেকে আমাকে ভালো ছিলে বুঝি?
খুব ভালো ছিলে? ভালো থাকো নাকি আড়ালে বিরলে
নিজের দেয়ালে গান কবিতার প্রবালের দ্বীপে? আহা এই জলে
ডুবছে না মন একলা নাবিক বয়া দড়ি ফেলে, চাও তো তুমিও
কেউ দেখে যাক কেউ ছুঁয়ে যাক নিরালা জানালা সফেন সবুজ
লাইট হাউসে। বল, ঠিক কিনা? নইলে আমাকে আম জনতার
পংক্তিতে ফেল, না হয় বিশেষ অনুভুতি থাক বিশেষ কারুর জন্য আলাদা,
আমি অনাহূত এসে দেখে যাব ভালো আছ কিনা
এই ভালো থাকা ভালোবাসা ঘিরে ভালোই থাকব, তুমি ভালো থেকো...
ফ্যাঁকড়া
‘কেউ না’র যত ‘নেই চুমু’ ভান তোকে কোনোদিনও ছুঁল তারা?
ছুঁয়ে থাকলেও নুয়ে থাকছিস, ভেবে লজ্জায় চুমু খেইহারা
থাকা মানে নেই, নেই মানে ফাঁকি, আমি তবে ভূত বিদেহী?
তুই ধৃতিমান কেস জন্ডিস বেশ চাপ গুরুপাক এই চুমুরা
আদর কেবল কাগুজে হালুম গায়ে ডোরা দাগ মাল ক্যাওরা
খুনসুটি নয় ড্যাম সিরিয়াস চল্ পাল্টাই এই ভেকধরা
আমিও কি আর বিশুদ্ধ চুমু? ঘেঁটে গেছে ঠোঁট কত ভুল
পাপ ভাবলেই সব গুবলেট পিরীত মানেই নেই ফ্যাঁকড়া
প্রথম কবিতাটি উজ্জ্বল
উত্তরমুছুন