কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

রবিবার, ১৪ জুন, ২০১৫

দেবযানী কর সিনহা

বাজপাখি

বেঁচে থাকতে খাদ্য লাগে?
মাথার ওপরে ছাদের ইশারা না হলেও চলে
তোমাদের বৃষ্টি ভালো লাগে না, না?
ঘর হারালে যারা
সুস্বাদু মাংস মুখে জল আনছে না
অস্বাভাবিক জিভ অসাড় হলো ঘৃণার মছলন্দে
ওষুধ আনো ডাক্তার
জল থেকে তুলে নিয়ে যাও এদের কংক্রিট
বিছানায়
ঘাস জল নেই?
মুখে ঢালো কোবরা স্পৃহা
বাজপাখিকেও ডেকে আনো
শত্রু মারবে দু' হাত দিয়ে আগল দেবে
তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমাকে বুঝবে
খাদ্য চাই না এ জীবনে আর


কাচঘর

পরিহার করো বলে পরাণ দেখি
কাচগুলো সব মিহিন সুতোর বুনোট
কাচের মশারি
খাঁজকাটা দেওয়াল   
ছায়ার গায়ে পাঁচ আঙুলের ছাপ
স্পষ্ট নিদর্শন আড়ষ্ঠ ঠোঁটের ওপরে
জপতপ ধাম
যত হাওয়া দেয় তত বাড়ে আগুনের অক্ষমালা
আরশি থেকে জানালায় চোখ রাখো অনিয়ম


শুকনো পাতা

যা কিছু শিখেছি উড়িয়ে দিলাম ধুলোর খোলসে
ফের তুলে নেব কড়িগুণে
উল্টানো ঢেউ খেলায়
শালিখের ফেলে যাওয়া পালক গন্ধে
বিবর্ণ কীটের আলাপে কিছুক্ষণ
উড়ে যাওয়া শালপাতার বিচলনে
যে পৌরুষ কুমারী রাখতে জানে
তার বাড়ি যাব, তোমাদের সাথে যাব পাতাবন্ধু



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন