কবিতার কালিমাটি ১২৯ |
প্রসাদ
নদীর ধারে যে
গাছ রয়েছে
তার প্রসাদ
পেতে চাই, আজ
সন্ধ্যায় জোছনা
দেব তাকে,
চাঁদের সাগর
যেন ব্রহ্মকমল
ফুটলে আলো ছড়ায়,
সুরে
বাজে মন্ত্র,
জপের মালার মতো
গাছের চারপাশে
ঘুরি, সপ্তপদী।
রবি ঠাকুর ও রথী ঠাকুর
বাবা ছেলে,
ছেলে বাবা, তারা আলো, আলো তারা ভরিয়ে দেয়
হৃদয় আকাশ।
জলে জল হয়ে যায় চারপাশ,
সব বাগানের
কুড়িঁ ফুল হয়ে ফোটে, আমাতে ফুটে ওঠো তুমি
তোমাতে ফুটে
উঠি আমি,
অনন্ত আলোয়
বিন্দু বিন্দু আজ মহাসাগর, নিরন্তর বৈঠকী আড্ডায় রবি ঠাকুর ও রথী ঠাকুর
প্রণাম
পায়ের ওপর
ফুল পড়ছে, অবিরাম স্রোতে ডুবছে পাতা
আঙুল শিরা।
উপশিরায়, ধমনীতে বাজছে সুর তরঙ্গ,
পৃথিবীতে নয়,
স্বর্গে বসে আছি।
শাঁখে ফুঁ দিলেই
ছড়াচ্ছে আবীর
আগুনে পড়ছে
রঙ , গুলাল।
আসনে বসে ভক্তনাম
জপছেন ভগবান।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন