কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

সোমবার, ১৯ জুন, ২০২৩

চিত্তরঞ্জন হীরা

 

কবিতার কালিমাটি ১২৯


হারাতে হারাতে

 

(১)

 

দুফোঁটা উষ্ণতা গলিয়ে

ঠিক চোখ নয়

চোখালো নিধির হারা

এই স্নায়বিক দৈর্ঘ্যের টানে।

 

একটা দেশ ছুটে

পাখিদের চিঠি

বুক ছুঁয়ে

   ভেতরে ভেতরে।

 

আমির অনেক

এবং আমার

কেউ পেড়ে ফেলছে

আমাদের দুকলি

 দৃশ্যতার শূন্য ও গোপন

যেখানে কোনও উদাস নেই

                    শুধু মায়া মায়া…

 

(২)

 

প্রজাপতির দক্ষিণে

এবং বাকিটা

তেকোণা বিভাজ্যের চাপ

রক্ত মেখে

        সদ্য নামা অধুরার জল।

 

নালাঝোলা ব্যতিরেক

আগুপিছু রঙধুলো

                চাঁদের উপমা

অংশত

             ঘুঙুরবালা।

 

বোলতান ছুট

 তবু কেউ বলবে না

এই তালিতাপ্পি

          জীবনের ভাগ

যাহোক একটু

        রান্না হোক কার্যকারণে।

 

ক্রমের ব্যবধান

একটা পথ শুধু

আশকারায় পড়ে

                হাওয়া দেয়

          আগুনের আহা গুণে…

 

(৩)

 

অবাধ্য স্নান

রোদ্দুর থেকে দূর

বৃষ্টিকে আদর জড়াচ্ছে

              মোহ তাপ দিয়ে।

 

বুদবুদ পোষা

       সমুদ্রের খাঁচা

           বিশ্বাসের নাভি

                   পোড়া দ্রোহ

হাতের তালুতে বর্জিত হা হা।

 

কান্নাকে পালিশ

তারপরও

শব্দখোলসের অপার দুন্দুভি

                            সেই রত্নচূড়।

 

 আরেকটু দুপুর এলো

একতারার উৎস মাড়িয়ে

এক একটা ঢেউয়ের উপোষ

         ওখানেও যায়

               ছই ফেলে ফেলে…

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন