কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

শ্রাবণী সিংহ

 

কবিতার কালিমাটি ১১৩


শীতঘুম

 

পথের পত্রালীতে গেঁথে আছে কাঁচপোকা

জরিনগুল জড়িয়ে আছে অসংকোচে কাঁচুলির বিজ্ঞাপনে। আরতি উল্লাসে ঢোল, কাড়া-নাকাড়া বাজছে জগৎব্যাপী।

 

শ্বাস ফেলে গুটিয়ে থাকে চন্দ্রবোড়া, জীবজগতেরই অংশ তবু

তার ঘুমন্ত শরীর পড়ে থাকবে ছন্নছাড়া ঋতুর মধ্যিখানে

 

মৃত্যুবৎ আলিঙ্গনে জড়িয়ে আসছে চিরন্তন শীতঘুম!

 

ভাসাভাসি

 

আলোয় দুনিয়ায় ভাসাভাসি হয়ে সব যেন কেমন...

ভাসাভাসিও একরকমের শিল্প

ভেসে যেমন যেতে পারি,

ভাসিয়েও নিয়ে যেতে পারি চৌষট্টিবার

শুধু এক অকালবোধনের অপেক্ষামাত্র,

মন্ত্র বেঁধেছি কণ্ঠস্থ উচ্চারণে, শরীরে যোগিনী একাদশ

 

যেমন খুশি সাজো

 

পার্শ্বচরিত্রগুলোই ভাবায়।

সিঁড়ির আলো নিয়ে কেউ ভাবে না

যতটা ভাবায় ডোরবেল।

একটা চিনচিনে ব্যথা

গলার কাছে উঠে এলেই বুঝি পাখিডাক--

খুলে যাওয়া দরজার হা হা বাতাস

গায়ে মাখি

মুখে মাখি,

তুমি অথবা তোমার ইশারা

জিভে ঠেকালে দুই-ই নোনাফল!

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন