কবিতার কালিমাটি ১১৩ |
মায়া খেলছে
(১)
বড়দের ছোট ছোট
হা
শুকনো ডাঙার
হাই তুলে
আজকাল বড় বেশি
একা হয়ে পড়ছে।
একা একা গেয়ে
উঠছে
যে যার সাদাকালো
দিনের শুরুটা।
টানা হরফের
দিনগুলো
যেখানে শেষ
হয়েছিল
ঠিক সেখান থেকে
একটাই গান
উড়ে গেল সুর
না তুলে
মায়া খেলছে
কান্নারঙের
প্রতিবিম্ব ধরে।
দেখো ছোটদেরও
একটা আয়না হয়
কেউ তা বললো না!
(২)
কয়েক হাত পাখিদের
ভেঙে
আধখোলা তান বাহারে।
নদী ভুলছে ঢেউবাঁশিটার
পুরনো কৈশোর।
নিঝুমের বাড়
বারান্দা ছেড়ে
দীর্ঘ বরাবর
লম্বে ফেলছে
প্লুটোর ছায়া
প্রোটনে বাড়ছে
থৈ থৈ
ঋতুচক্র।
এখন আর আমাদের
কোনও ছুটি নেই
অথচ প্রতিদিন ছুটিবেলা…
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন