কবিতার কালিমাটি ১১৩ |
পাখিজীবন
শীতকাল এসে
যাচ্ছে। ধীরে ধীরে আসা শুরু করবে পরিযায়ী পাখিরা।
এবার ভেবেছি
পুরো শীতকাল অতিথি পাখিদের সাথে কাটিয়ে দেবো।
তাদের সাথে
চলবে ভ্রমণ। ভ্রমণ... তা তো আসলে নিজের চারদিকেই অবিরত ঘুরে যাওয়া!
জন্মদিনে শক্তি চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা
অনেক কষ্ট সয়ে
সয়ে
‘ব্যথার মাঝে
ঘুমিয়ে পড়ি আমি’।
আর কত?
‘ভাবছি, ঘুরে
দাঁড়ানোই ভালো’।
উপযুক্ত জবাব
দিয়ে যেতে হবে।
যে কোনো দিকেই
আমি চলে যেতে পারি
কিন্তু কেন
যাবো?
বিবেকের ভিত
নাড়িয়ে দিয়ে,
যদি মন চায়,
তাহলেই যাবো!
শীতকাল
এক টুকরো শীতঘুম!
সব নীরব। সব
নিঃঝুম!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন