টুকরো কবিতা
(২১)
হাঁটতে হাঁটতে চলো পেরিয়ে যাই আপাতভ্রমণের
শেষটুকু
চলো পেরোই নদীসংকুল ভাবনার ফিতেগুলো
আর পেরোতে পেরোতে মনে রেখো পেছন দিকে তাকাবো না একবারের জন্যও
সময়কে স্থির করে একটা জায়গায় দাঁড় করিয়ে
রেখে
আমরা এগোতে থাকব এক না-জানা পদক্ষেপের গ্রীবার কাছে
(২২)
ঘুম পাড়িয়ে রাখি অনুশোচনাগুলোকে যতটা
সম্ভব
তাদের পিঠের কাছে আমার চাবুক দুলতে থাকে
আর আমি নিজেই ঘুমিয়ে গেলে কে আর কাকে পায়
সমস্ত ঘুমের মধ্যে দাপাদাপি করে বেড়ায়
তারা
একসময় স্বপ্নে মিশে যেতে থাকে অনুশোচনাগুলো চুঁইয়ে চুঁইয়ে
(২৩)
ছুটকারা পেয়ে সেদিনের সেই সকালটা আজ
পর্যন্ত গড়িয়ে এল
এখনো পেরোনো গেল না তার বিশাল থাবা
আর প্রিয় যা কিছু তা বেমালুম ভুলের বিয়োগে বাতিল হল
একটা সকালের যাবতীয় কড়া নাড়া শুনতে
না পেলেও চলে
শুধু প্রিয়কে ছেড়ে যেতে কারই বা মন চায়!
(২৪)
একটা গভীর জলের রেখা আমার মধ্যে সাপ
হয়ে শুয়ে
ঘুমিয়ে আছে যাবতীয় ফোঁসফোঁস
আর লেজে খেলায় সময়ের অনুশাসন কিংবা পেরিয়ে যাওয়া
আমার অতীতকে এক বন্ধ কৌটোয় রেখে দিই
তার এলিয়ে থাকায়
বর্তমানকে বলি চল, আর ভবিষ্যতের জন্য এই পা, নে ছোবল মার
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন