কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়




পূর্বজন্ম


রোদ মাখছে প্রিয়তমা
জন্মের লগ্ন পিছু হটছে আজ
পড়ে রয়েছে অক্ষরবৃত্ত
বৃত্ত নেই কোনো যাপনের
ঘন সবুজ হয়ে আছে পূর্বজন্ম
বাতাসে উড়ে যায় স্নায়ুরেখা


মন্দার


রেখাবের প্রিয় পসরা সাজায়
নেশাতুর বিরহী পীর দরগা
বাতাস বইছে জ্বরের ঘোরে
আগমনী গ্রাহ্য বিছানায়
ভোকাট্টা নোঙর ফেলেছে
পাতাহীন মন্দারের হাতছানি


করিডোর


হেসে উঠছে গ্রহণীয় আতসকাচ
সারারাত শ্রাবণঘেরা জলপ্রপাত
নিছক কিছু ঝরণা কথা
বাতিঘর নিঝুম আবছায়া ঘেরা
প্রসবব্যথা সামলে করিডোর
চিঠি লিখতে চাইছে রোজানা মেঘালয়
আতসবাজি কিছুটা নিয়মিত
যেখানে পৃথিবী কেন্দ্রিক লোভাতুর
চুমুকের ওপর পৃষ্ঠে মিছিল লেখা থাকে


গাছেরা


আতসবাজির প্রাতঃস্নান স্লোগানে
চুমুর গভীরে হাওয়াকথা লেখা থাক
প্রতিবিম্বের মতো মন্ত্র উচ্চারিত
রাত্রির কতটা অজুহাত হতে পারে
রৌদ্রস্নাত ঘুমন্ত জোনাকি চরাচর
বিপুলা এক ত্রিভুজের গভীরে বাঁচে
গাছেদের গ্রাহ্যলিপি
গাছেদের প্রসব ইশারা


সামিয়ানা


অনুচ্চারিত অক্ষর হাওয়াবন্দী
নগ্ন জলে দিন রাত পা ডুবিয়ে
পাহাড়ের খাঁজে বাতাসের সামিয়ানা
ঢেউ শূন্য শূন্যপথ পাড়ি দিচ্ছে
রঙিন হতবাক বুদবুদ আঁকা শেষে
সামলে উঠছে লাইকেন বসন্ত
বিবাগী শিকড়ে মাত্রাজ্ঞানহীন রোদকণা






0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন