কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

শনিবার, ১৪ জুন, ২০২৫

আমিনুল ইসলাম

 

কবিতার কালিমাটি ১৪৬


রাজনৈতিক চিহ্নপ্রকরণ

 

(১)

 

তাণ্ডবের পিঠে কতদূর

একটাও ডাক্তারের অনুসৃজন চোখে পড়ে না

চেতনার তাৎপর্যে সঙ্ঘের দারুণ দাবানল

উসখুস আলো এনেছে মোহনায়

 

(২)

 

গরাদসম লৌহবস্ত্রে

আমার শহরটাকে ঢেকে শুয়োরের বাচ্চারা গর্বিত

চারদেয়ালের ভেতর শীততাপের নিষ্ঠুরতা

কুয়োর জবজবে অপেক্ষা বিছানো

 

একটা ভোর খসবে বলে কিছু পোকামাকড়ের জমায়েত

প্লাস্টার অফ প্যারিসের চোখগুলো

লেজ মুচড়ে বামদিকের বলদটির

 

কিন্তু এই শুষ্কতায় কতকগুলো জলকামান

ভিজিয়ে দেয় পাড়াপড়শির দুপুর

 

(৩)

 

বোমার মতো ফেটে চৌচির

কিছুটা ভেতরের জ্বলনে হয়তো বৃষ্টি লাগে

কিংবা জিভে পুড়বে একটা আস্ত সাগর

আমাকে চেটেপুটে পেট ভরাচ্ছে কুকুর

আহা দেখে আয়নার সুখানুভব

রজনীগন্ধার শরীর মেখে

আলতো লজ্জাবতী

 

 

 

 

 

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন