|  | 
| কবিতার কালিমাটি ১৪৬ | 
অলীক পথিক ১
নিভৃত আলোর শস্য ভান্ডার থেকে 
সিঁড়ির ইশারার কাছে সমর্পণ 
নেমে গেছি অনেক গভীরে
নদীর নাব্যতা থেকে সাগরের 
সান্দ্র আবাহনে। আঁকাবাঁকা পথ অভিমানী 
হলে হাত ধরেছি বন্ধুর মত
কখনো একলা ঘুরেছি গোলকধাঁধায়।
হারিয়ে যাওয়া সময়কে বাঁধতে পারিনি। 
চৌখুপি থেকে লাফিয়ে গড়িয়ে গিয়েছে পুঁতিরা।
জীবনের ভাঁজে পথ খুঁজতে খুঁজতে 
আজ দিগন্ত ছুঁয়ে দিলে তুমি অলীক পথিক।
অলীক পথিক ২
অনন্ত পর্যটনে বেরিয়েছে সময় 
ক্রিসক্রস রাস্তার পাশে ক্যারাভান মেয়ে
তাঁবু আঁকে উড়ন্ত গ্রাফিতি 
রঙের অলিগলিতে ঘুরতে ঘুরতে 
ক্লান্ত আকাশ দিগন্তে থিতু হলে
সূর্যাস্তের বাতিস্তম্ভ সন্ধে নামায়। 
বাক্স থেকে উধাও হওয়া রঙ
জীবনের বাঁকে বাঁকে পথ খোঁজে 
একলা দাঁড়িয়ে থাকা দরোজার 
কাছে শেষ হয় পথ
পর্যটন শেষ করে ঘরে ফেরে অলীক পথিক।
ঈশ্বরের আসন
বিলিয়ে দিচ্ছি অস্থায়ী শিবির 
এই নাও হাত, পা, নখ
পায়ের আলতা আর রাধাচিহ্ন 
নাও চিবুক, তীব্র লাল তিল
বিভাজিকার কল্লোলিনী নদী
আদি অকৃত্রিম ত্রিকোণ মন্ডল
অবশিষ্ট নেই কিছু আর
ঘোর শূন্যতায় ধ্রুব অবগাহন  
 ঈশ্বরের
আসন পাতি এই শূন্যতায়
দহন
বুকের উপর অজর বর্ম
লোহার চেয়েও আরও কিছু
তুনীরের তীর ফিরে যায়
মারতে পারোনি, হে শিকারি
অমর, অজর, একলা প্রদীপ
জ্বলে যাচ্ছে নিজেকে জ্বালিয়ে
বর্ম বেশ ছেড়ে অনন্তে বিলীন।
 
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন