|  | 
| কবিতার কালিমাটি ১৪৬ | 
পকেটের চাঁদ – ১
অংশত কিছুটা ঝুঁকে 
কিছুটা ফেলে 
নামহারা 
এই কান্নার ভেতর
বাজতে বাজতে 
একমানুষ বাঁশিটাই
অবশিষ্ট ধরে 
          
হেঁটে যায় 
মেঘবিকেলের দিকে।
অন্ধকারের জামায়
তারাফেরা মন
কোনও পাল্লা নেই
উজাড় বুনছে 
বুনছে 
চাঁদঝনঝন খুচরোগুলো
আর অপেক্ষা 
বানাচ্ছে নতুন ভূগোল।
একদিঘি মানচিত্রের জীবন 
থেকে থেকে
      
সামান্য নিয়ে
               জল পরায়
        
আরেকটা জীবন।
পকেটের চাঁদ – ২
পাখি উড়াই এক ডাকঘর
নিজেকে ছেড়ে
জীবন উহ্যে 
      একটা
হু হু
      
মধ্যে কেবল
একপরতের নীরবতা।
মুখস্ত সেই তারার পিঠে
লুপ্তপ্রায় ডালিমভেদে
      এই
ঘুঙুরের 
           
পায়ে পায়ে
চাঁদভরি মুখ একরত্তি।
মনের ছাদে একটা আকাশ
         
একটু আলো
      কোথায়
যেন
           
উদাস বোনে
   স্বরে
সুরে অঘোষ বর্ণ…
পকেটের চাঁদ – ৩
দুফালা চাঁদ একবিন্দু
      ফোঁটা
ফোঁটা 
               উশ্রীবাগান 
পাতায় ডেকে 
        
রাত্রি সারে
বোবাচোখের মৃত্যুকথায়।
অবৈতনিক জন্মের শিস
    রক্তঝরা
জীবন এখন
বাসতে ভালো নির্জনতায়
       
একটু কোমল।
এই পাঁজরের ধ্বনিগুলো
নিরক্ষরের ছায়ায় ভেসে
আরও নিবিড় 
           
নির্জনে যায়
     উলঙ্গ
এক নদীর পায়ে
            
আদর তোলে
                    আলতো প্লাবন …
                       
 
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন