কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

শনিবার, ১৪ জুন, ২০২৫

শাহনাজ নাসরীন

 

কালিমাটির ঝুরোগল্প ১৩৬


আমার বিদগ্ধ প্রেমিক - ২

আমার বিদগ্ধ প্রেমিক অতিশয় জ্ঞানী বিধায় সহজ কথা সহজ ভাষায় না বলিয়া সবচেয়ে কঠিন সমার্থক শব্দগুলি চয়ন করিয়া থাকেন। আমি অতিশয় মূর্খ তাই তাহাকে অনুসরণ করিতে যাইয়া প্রায়শ গুরুচণ্ডালী ঘটাই এবং যথারীতি ব্যাঙ্গ-বিদ্রুপ হজম করিয়া থাকি।

কথা বলিতে তিনি ভালোবাসেন এবং আমি যেহেতু স্বল্পজ্ঞান সম্পন্ন তাই যে কোন বিষয়েই আমাকে জ্ঞানদান  করার প্রয়োজন অনুভব করেন। সকাল হইতেই অবশ্যকর্তব্যের মতো সর্ববিষয়ে আমার অজ্ঞানতা, র্নিবুদ্ধিতা, ভাষার গুরুচণ্ডালী সমস্যা ইত্যাদি বিষয়ে তিতবিরক্ত ভাব প্রকাশ করতঃ জ্ঞানদানে প্রবৃত্ত হন। রাগান্বিত থাকায় তাহার কঠিন কঠিন শব্দগুলি যথেষ্ট জোরের সহিত নির্গত হইবার কারণে আমার মনে হয় যেন  ঝকঝকে পাথরের মতো তার সাদা দাঁতগুলিই আমার পানে ছুঁড়িয়া মারিতেছে! কাঁদিতে কাঁদিতে আমার মনে পড়িয়া যায়, একদিন এইগুলি বকুলের মতো ভালোবাসিয়াছিলাম!

সেই কথা মনে রাখিয়া সমস্ত দুঃখ, ক্রোধ, অভিমান কুঁজো হইয়া গিলিয়া ফেলিতে চেষ্টা নাই। কিন্তু দাঁত তো পাথরের মতো মসৃণ নহে, গলায় গিয়া আটকাইয়া থাকে দিনমান। গিলিবার জন্য যতোই আঁকুপাঁকু করি ততোই উগড়াইয়া উঠিতে চাহে, বমনের ভাব দেখাইয়া বিদ্রোহ করে।

রাত হইতে হইতে মাথায় চড়িয়া বসে। হাল ছাড়িয়া দিয়া ভাবি, বেশ বেশ এই যখন হাল, জ্ঞানী হইবার সম্ভাবনায় তবে অর্ন্তজলী… চিতায় উঠিবার সময় এইগুলি বরং নেকলেস বানাইয়া খুউব সাজিবো।

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন