কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

সাম্য ভট্টাচার্য

 

কবিতার কালিমাটি ১৩৭

আলো মানচিত্র

 

পুড়ে যাওয়া আকাশের নিচে

তমিস্রায়

পার হলাম

তোমার চোখের পথ।

 

এখন মরুছায়ায় বৃষ্টি নেমেছে

আলোমানচিত্রে…

 

চিঠি

 

বিকেলের মেঘ লিখছে

ছায়াচিঠি।

 

বেশ কিছুদিন হল

মনে পড়ছে

গত জন্মের জন্মতিথি, তোমার লেখা চিঠি,

 

যারা ভাসছে

সময়হীন জলাশয়ে।

 

পথের ক্যানভাসে

 

পথের ক্যানভাসে

যার মুখ এঁকেছিলাম

তার গান জেগে

ওঠে মায়া-মিজরাবে,

বাস্তবতার প্রান্তে

পড়ে থাকা

অবাস্তব তানের চলনে,

মনের ভিতর,

শরীর-সুরে, কম্পনে।

 

পর্দা

 

পর্দা নিয়ে কথা বলা

বন্ধ করে

সাগর প্রবেশ করল

কিশোরীর স্বরাজে।

নীরবতা জানে

কল্পনার হার মানার কথা

খোলা দরজার কথা।

 

জোৎস্নার হিমে ভরে গেছে পাতা…

 

তুমি ফিরে এলে স্মৃতি হয়ে,--

গরলের অমৃতে।

 

পারাপার

 

ছিন্ন সংকেত…

শব্দদের এখানেই

জাল বোনার কথা ছিল…

 

এখানে কেউ নেই

শুধু বাইরে থেকে

ভেসে আসে

প্রতিক্রিয়া - আভা

স্বপ্ন-পারাবারে সূর্যোদয়ের মুহূর্তে

 

দিগ্বিজয়

 

ভাষার হাত ধরে

পার হলাম দৃশ্যের পথঘাট।

অন্ধত্ব আমাকে

মানুষ করল কই!

ঈশ্বরের নগ্নতা

লোপাট করেছে আমার নাভি।

জনবহুল রাস্তায়

আজীবন হেঁটেছি বাধাহীন।

যানবাহনের হর্ণের শব্দ

ট্রাফিক পুলিশের চিৎকার

আমায় দেখে এখনো

ভান করে যাচ্ছে বোকা সাজার

 

 

 

 

 

 

 

 

      

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন