কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

সোমবার, ১ অক্টোবর, ২০১৮

শুভঙ্কর দাশ




খোলা ছাতে

ঘুম থেকে উঠে
ছাতের দরজা খুলে দেখি
একটা ঘুড়ি উড়ে বেড়াচ্ছে ছাতময়।
ভাবলাম একটু ওড়াই।
আসলে কাটা ঘুড়িতে তো সুতো থাকে না
বিশেষ।
তাই ওটা রেখে দিয়েছি
কাজের মেয়েটা এলে তাকে দেবো।
ওর একটা ছোট ছেলে আছে
আর ছোটরা তো মেঘ ছুঁতে চায়,
যেভাবে আমরা বড়রা টাকা ছুঁতে চাইছি
সারাক্ষণ।

গল্প

কারো কারো রোগ আছে
বিছানায় শুয়ে শুয়ে
ঘুমোবার আগে গল্প শোনার।
আমার প্রেমিকারও সেই রোগ আছে।
তো তখন আমি খার্মস অনুবাদ করছি।
কয়েক রাত খার্মস শোনাবার পর
সে আমায় বলল - প্লিজ আর খার্মস নয়,
ওর গল্প শুনলে আমার ঘুম চলে যায়।
আমি হেসে পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম।

দিনগুলো

জীবন, কবিতা আর কফি আড্ডা মারছে তেড়ে।
ভালোবাসা তুমি আসছো কবে?
একটা ফোন মেরে এসো।  


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন