কবিতার কালিমাটি ১১০ |
প্রেম
প্রত্যেকটি
কাহিনীই যে সম্পূর্ণতা পাবে তা কখনও সম্ভব নয়।
তাই কিছু কাহিনী
অসম্পূর্ণই থেকে যায়...
কখনও কখনও প্রেম
নিঃশব্দে প্রার্থনার মত
হৃদয়ে রয়ে যায়।
প্রতিদানের অপেক্ষা রাখে না।
ভালোবাসা শর্তনির্ভর
না হয়ে শর্তবিহীন হলে ক্ষতি
কি?
হে প্রেম তুমি
হৃদয়কে মহান করো! শুধু হারিয়ে যেও না!
শ্রমন
এ ঘর, ও ঘর,
বারান্দায়, সন্তানের মনে, এমনকি তোমার মনে,
কোথাও আমি নেই।
বৃথাই এই বেঁচে থাকা!
সিম্ফনি শোনো...
আমি নেই। আমি নেই।
বর্ণিকারা...
ও মেয়ে
ছেলেরা তো পেছনে
ঘুরবেই!
রাতবিরেতে ঘর
থেকে কেন বের হও?
মায়ের জাত,
তোমরা ঘরেই থাকো না কেন?
কেন? কেন?
কবি জয়া ঘটকের তিনটে কবিতাই মুগ্ধ করলো..
উত্তরমুছুন