স্বপন রায়
অবন
বাহ না বাঃ এই
গোটানো শাড়ির শোকে নদীর পল্কা নিক্কণ
বাহ বনপাখিরা
বাঃ অবনপাখিরা
জনম জনম মাইল
মাইল নির্জনতার বুক তলপেট জুড়ে সেই টুকন্ত আলো
তফাৎহিল্লোলে যার
উসকে ওঠা
আর হবে না যার
শাড়িকে আঁশের নাড়া দেওয়া এই পাসকোর্স
এটুকুই চোখ গড়ে
দিয়েছিল বা ছোট ছোট কাপের চাহিদা
শুধু পাখিরা
শিকার চেনে না ব’লে অনেকটা জমে গেল তাঁর ব্রাশে...
হোম-স্টে
রোগা হ’লে কি
রুগ্ন ওই হাতছাড়া স্টে
যে বয়াম আঁতকে
ওঠার বিনিয়োগ
চোখ চললো সেখানে,
যেখানে টস টস করছে সরু পাতা আর লম্বা ছায়ারা
নিচে ভাপা ইলিশ
বা শোয়ার পরে ঘটে
যাওয়া শান্ত কলোনীর সঘন
স্টে পাল্লা খুলে
দিলো
অনুমানের ফিকে রঙ
রাস্তা থেকে......দিলো
কি মেশা কি
মেশানো
মনেই পড়েনি আলা
আলা ঝুমকার সেচ আর ছাড়া পেলো দাহ্য কাঁকড়ারা
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন