কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

০৯ রঞ্জন মৈত্র


হে যখন



একটা উপ
তারপর নির্জন তারপর কূল
মতো সরাচ্ছে ট্রাফিক পুলিশ
এইবার ঘণ্টি আসবে
যখন দরজাই গান
যখন ব্লক ছাপা বিধান সরণি
উড়নি চূর্ণি
মিশকালো সন্নাটায় লেখা হচ্ছে কল্লোল
প্লাস কি লিখবো
বসে আছি ঘরে ঘরে
অন্তরা সঞ্চারী বিন্দাস সুডোকু
ইয়কসাম হয়ে চোখ রাখছি
গোয়ে চালার দিকে
আলো নামছে
ট্রামের পাদানির দিকে
যখন মৃদু কোলাপুরী
নিজস্ব সিঁড়ির পর প্রান্তিক টেবিল
একটা আঙুল ক্রমে হাত নদী সেরামিক কসমিক


                                     

1 কমেন্টস্:

  1. জীবন যাপন আর ট্রেকিং সমার্থক হয় যখন, দুয়েরই বিস্ময় লেগে থাকে কবিতার গায়ে। তখন কবিতা লাগে সঞ্চরণে। আঙুল, হাত, সেরামিক ক্রমশ কসমিক হয়ে যায়। বাঃ রঞ্জন,।
    নির্মিতটি নয়, নির্মান-ই কবিতা।

    উত্তরমুছুন