কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

২৫ ইন্দ্রাণী সরকার

দুটি কবিতা
ইন্দ্রাণী সরকার



চাঁদের ছোঁয়া

পর্ণমোচী গাছের পাতারা ছুঁয়ে দিয়েছে
রাতের ঐ হরিদ্রা কুসুমে রাঙা চাঁদটাকে,
অনন্ত কৃষ্ণ-গহ্বরে অজানা রহস্যজালে
আবদ্ধ চাঁদ ফিসফিসিয়ে মনের কথা বলে,
কান পেতে শুনি সে যেন বলে যায়,
ওরে আয়, বসে আছি সেই কবে থেকে
নিয়ে যেতে তোদের এক স্বপ্নরাজ্যে,
যেখানে দ্বেষ নেই, কলহ নেই, মৃত্যু নেই;
শুধুই শান্তি, ভালোবাসা আর পবিত্রতা।



আগামীর বার্তা


আহা কী সুন্দর এই মায়াবী বিকেল
আকাশটা কমলালেবু রঙে রাঙা
সূর্য প্রশান্তির সমুদ্রে যাচ্ছে ডুবে|
সমুদ্রের ওপর জাগে স্বর্গীয় নীরবতা
বনে বনে বাতাসের দোলায় ওঠে ঢেউ
মেঘেদের সারি সারি তোরণ আকাশে ভেসে ভেসে
যায় কোন্‌ দূর অজানায়!
দূরে বহু দূরে পাইনের মাথা
আকাশকে ছুঁতে চায় তার শাখা প্রশাখা দিয়ে,
যেন বলে ওঠে, ওগো মধুর এখনি যেও না চলে
অন্ধকারের মায়াজালে হারাবার আগে
দিয়ে যাও আরও কিছু আগামী দিনের শুভবার্তা
যার স্বপ্নে আমরা হবো আজ সুষুপ্ত|



1 কমেন্টস্: