কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫

নিকোনার পাররা

প্রতিবেশী সাহিত্য



নিকোনার পাররা’র কবিতা

(অনুবাদ : জয়া চৌধুরী)






কবি পরিচিতি  
১৯১৪ সালে নিকানোর পাররা এক অভিজাত পরিবারে চিলেয় জন্মগ্রহণ করেন। গণিতবিদ ও পদার্থবিদ পাররার কবি প্রতিভা ও শাণিত দৃষ্টি আমাদের বারবার আনত রেছে তাঁর আকাশচুম্বি প্রতিভার কাছে। সম্পূর্ণ হিস্পানো আমেরিকার সাহিত্যে তাঁর এক অনন্য স্থান। তাঁকে অ্যান্টি কবিতার জনক বলা হয়। এই কবি ‘সেরভান্তেস পুরষ্কার’এ ভূষিত। ‘নামহীন গীতিকা’ বা ‘কানসিওনেরো সিন নোমব্রে’ তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। বিখ্যাত গায়িকা ভিওলেতা পাররা তাঁরই বোনচারবার তিনি নোবেল পুরষ্কার প্রাপ্তির জন্য মনোনীত হয়েও পান নি। তাতে অবশ্য তাঁর মাহাত্ম  এতটুকুও ক্ষুণ্ণ হয় নি। শতায়ু এই কবির তিনটি অ্যান্টি কবিতার অনুবাদ রইল এখানে।

  
আবর্জনা

ছেলেরা তোমরা আমায় বলো মার্কস আছেন
হ্যাঁ বাবাঃ
মার্কস সাহেব আছেন
কতজন মার্কস আছেন?
এক একক মার্কস নন +
মার্কস কোথায় আছেন?
নিতম্বে
মাটিতে ও
সর্বত্র

ঈশ্বরের জয় হোক?
ঈশ্বরের জয়!

পশ্চাদ্দেশ বলে ওঠে
আকাশখানা পড়ে দেখো



CACHUREO

Decidme hijos hay Marx
Sí padre:
Marx hay
Cuántos Marxes hay?
Un solo Marx no +
Dónde está Marx?
En el culo*
en la tierra
y en todo lugar


Aleluya?
Aleluya
!





এক-এ বিশ্বাস করি + সেখানেও

এক-এ বিশ্বাস করি + সেখানেও
যেখানে সব আদর্শ পূর্ণতা পায়
বন্ধুতা
সমতা
ভ্রাতৃত্ব
মুক্তি দিয়ে গড়া ব্যতিক্রম
সে সব তো কোথাও অর্জিত হয় না
আমরাই ক্রীতদাস আর অচেনা প্রকৃতি


CREO EN UN + ALLÁ


CREO EN UN + ALLÁ
DONDE SE CUMPLEN TODOS LOS IDEALES
AMISTAD
IGUALDAD
FRATERNIDAD
EXCEPCIÓN HECHA DE LA LIBERTAD
ÉSA NO SE CONSIGUE EN NINGUNA PARTE
SOMOS ESCLAVOS X NATURALEZA



কবিতা মরে যাবে

কবিতা
মরে
যাবে
যদি না
নারীটিকে সে
ক্রুদ্ধ করে

মেয়েটিকে দখল করা
আর জনসমক্ষে
হেয় করা প্রয়োজন

তারপর সে দেখতে পাবে
কী ঘটে গেছে।


LA POESÍA MORIRÁ

LA
POESÍA
MORIRÁ
SI NO
SE LA
OFENDE

hay
que poseerla
y humillarla en público

después se verá
lo que se hace

















0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন