কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

<<<< সম্পাদকীয় >>>>



 


কালিমাটি অনলাইন / ১৩৬ / ত্রয়োদশ বর্ষ : নবম সংখ্যা

 


বিগত ২০২৩ সালের ৬ ডিসেম্বর উত্তরপ্রদেশের কানপুর থেকে প্রকাশিত ‘দূরের খেয়া’ পত্রিকার সুবর্ণজয়ন্তী সংখ্যা প্রকাশ উপলক্ষ্যে পত্রিকা সম্পাদক বাপী চক্রবর্তী একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁর বর্তমান বাসস্থান পশ্চিমবঙ্গের কোন্নগরে। বাপী একসময় কর্মসূত্রে কানপুরে ছিলেন এবং সেখানেই সাহিত্যমনস্ক কয়েকজনের সহযোগিতায় একটি সাহিত্যচর্চার পরিমন্ডল গড়ে তোলেন। এই পরিমন্ডল থেকেই ‘দূরের খেয়া’ পত্রিকা সম্পাদনা ও প্রকাশের শুভসূচনা, যা আজও নিয়মিত সময়ের নির্দিষ্ট ব্যবধানে প্রকাশিত হয়ে চলেছে। সম্প্রতি আমার হাতে এসেছে পত্রিকার ৫২তম সংখ্যা, প্রকাশিত হয়েছে এবছর শারদীয়া সংখ্যা রূপে।

২০২৩ সালের ৬ ডিসেম্বর আমিও আমন্ত্রিত ছিলাম কোন্নগরে ‘দূরের খেয়া’র সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে। মানসিকভাবে আমি খুবই আগ্রহী ও উৎসাহিত ছিলাম এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। কিন্তু শারীরিকভাবে আমি তখন ছিলাম একান্তই শয্যাশায়ী। নিরামিষ একটি দূর্ঘটনার সূত্রে আমার কোমর গেছিল ভেঙে, যা মেরামত করে সেরে উঠতে দেড়বছর সময় অপব্যয় করতে হয়েছিল। তবে আরও পঁচিশ বছর আগে, কোনোরকম অহেতুক ঝামেলায় জড়িয়ে না পড়ার দরুন ‘দূরের খেয়া’ পত্রিকার রৌপজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরেছিলাম কানপুরে। মনে পড়ে, ‘দূরের খেয়া’র আমন্ত্রণে কানপুরে বহির্বঙ্গের বাংলা সাহিত্যসেবীদের দারুন জমাট সম্মেলন হয়েছিল। এই সম্মেলনে বহির্বঙ্গের শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন সম্মানে ‘কালিমাটি’ পত্রিকাকে পুরস্কৃত করা হয়েছিল। এছাড়া বহির্বঙ্গের শ্রেষ্ঠকবি হিসেবে কবি সুকুমার চৌধুরীকে এবং শ্রেষ্ঠ গদ্যকার হিসেবে অজিত রায়কে পুরস্কৃত করা হয়েছিল। জীবনের এমনই পরিহাস, ‘দূরের খেয়া’র সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তাঁরা দুজনেই অনুপস্থিত ছিলেন, একান্তই অপ্রত্যাশিত মৃত্যু তাঁদের দুজনকেই অসময়ে কেড়ে নিয়েছিল আমাদের কাছ থেকে। এবং শুধু সুকুমার আর অজিতই নয়, বরং পত্রিকার রৌপ্যজয়ন্তী অনুষ্ঠানে কানপুরে আরও যাঁরা যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে আরও কয়েকজন আমাদের ছেড়ে চলে গেছেন – নবকুমার শীল, জ্যোতির্ময় দত্ত, দীপক চট্টোপাধ্যায়, প্রণব ধর, কমল চক্রবর্তী। তবে কমল চক্রবর্তী প্রয়াত হয়েছেন সম্প্রতি, ‘দূরের খেয়া’র সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। এছাড়া বহির্বঙ্গের বাংলাসাহিত্যের সেই অনবদ্য সম্মেলনে বিভিন্ন রাজ্য থেকে উপস্থিত ছিলেন রবীন্দ্র গুহ, অমলেন্দু চক্রবর্তী, অরূপ দত্ত, প্রাণজি বসাক, দীপককুমার মাহাতো এবং আরও অনেকে।  

‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা শ্রদ্ধা এবং ভালোবাসা।

আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :

kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com

দূরভাষ যোগাযোগ : 9835544675

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন