কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ৯ মার্চ, ২০১৬

সফিউল্লাহ আনসারী


শব্দের মিছিলেই আজ আমাদের 
সকল দাবী; গর্জে উঠুক 
তুমুল শ্লোগানকাব্য নামে।
বৃষ্টিতে শব্দ ভিজুক; শব্দে আসুক 
মুক্তি এবং যুক্তি সকল।
পালাক স্রোতে পাপ ও ধকল।



তখনো আমরা ভয়ে থাকি।
ভাবনা সব যখন তোলে
সুরে আওয়াজ।
কখনো আমরা জয়ে রাখি 
শুদ্ধ সুখে নক্ষত্র আলোয় 
ছন্দে জীবনের ভাঁজ।



মনে রেখো
আমাকে হারিয়ে তুমি পাবে না 
জয়ের দেখা। পাবে না স্বস্তিতে
সময়ের আধিপত্য!
ভালোবাসার বিশ্বাস থেকে
বলছি। কষ্ট কিংবা শাপ দিয়ে নয়।



নন্দিনী! আমায় একা করে
দূরত্ব বাড়িযে কী লাভ তোমার!
বলে যাও তুমি 
চলে যাওয়ার মানে 
কতটুকু বেসেছি ভালো
জানে; মন তো জানে!



1 কমেন্টস্: