শ
শব্দের মিছিলেই আজ আমাদের
সকল দাবী; গর্জে উঠুক
তুমুল শ্লোগান।কাব্য নামে।
বৃষ্টিতে শব্দ ভিজুক; শব্দে আসুক
মুক্তি এবং যুক্তি সকল।
পালাক স্রোতে পাপ ও ধকল।
ত
তখনো আমরা ভয়ে থাকি।
ভাবনা সব যখন তোলে
সুরে আওয়াজ।
কখনো আমরা জয়ে রাখি
শুদ্ধ সুখে নক্ষত্র আলোয়
ছন্দে জীবনের ভাঁজ।
ম
মনে রেখো
আমাকে হারিয়ে তুমি পাবে না
জয়ের দেখা। পাবে না স্বস্তিতে
সময়ের আধিপত্য!
ভালোবাসার বিশ্বাস থেকে
বলছি। কষ্ট কিংবা শাপ দিয়ে নয়।
ন
নন্দিনী! আমায় একা করে
দূরত্ব বাড়িযে কী লাভ তোমার!
বলে যাও তুমি
চলে যাওয়ার মানে
কতটুকু বেসেছি ভালো
জানে; মন তো জানে!
ধন্যবাদ/.....
উত্তরমুছুন